
জটিলতায় পড়তে হয়নি মুস্তাফিজুর রহমানকে। অনাপত্তিপত্র (এনওসি) জটিলতা কাটিয়ে আইপিএলে খেলার অনুমতি পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে- ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন তিনি। ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ভারত যাবেন মুস্তাফিজ।
আজ শুক্রবার বিসিবির দেওয়া বিবৃতিতে জানানো হয়, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
এনওসি পাওয়ায় দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে মাঠে নামতে আর কোনো বাধা রইল না মুস্তাফিজের। দিল্লির প্রথম ম্যাচ ১৮ মে। পরদিনই তাকে একাদশে পাওয়ার সুযোগ থাকছে। তবে এই স্বল্প সময়ের জন্য আইপিএলে যোগ দিচ্ছেন তিনি। এরপরই তাকে ফিরতে হবে জাতীয় দলের দায়িত্বে।
আইপিএলের গুরুত্বপূর্ণ এই পর্বে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের রয়েছে পঞ্চম স্থানে। বাকি তিন ম্যাচ গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে-যেগুলো প্লে-অফ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। মুস্তাফিজের অভিজ্ঞতা ও দক্ষতা এই সংকটময় সময়ে দলের বড় সহায় হতে পারে।
এদিকে আরব আমিরাত সিরিজের প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকবেন মুস্তাফিজ। ১৭ মে ম্যাচ শেষেই দুবাই থেকে আইপিএল খেলতে চলে যাবেন ভারতে।
আরও পড়ুন: