চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল ১০ জনের কিংস 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:২৭

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩১

শেয়ার

চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতল ১০ জনের কিংস 
চ্যালেঞ্জ কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কয়েকশ ফুটবলপ্রেমী। মাঠটি মোহামেডানের হোম ভেন্যু হলেও উৎসবটা জমে ওঠে বসুন্ধরা কিংসের। দশ জন নিয়েও মোহামেডানকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা উৎসবে মেতে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

ম্যাচের বাঁক বদলায় ৬৩ মিনিটে। মোহামেডানের মিনহাজকে জোড়া পায়ে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিংসের সোহেল রানাকে। এরপরই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কিংস। ৭২ মিনিটে রাফায়েল আগুস্তোর গোলে এগিয়ে যায় দলটি। তিন মিনিট পরই সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে গোল করে লিড ৩-১ করেন এমানুয়েল সানডে।

 

শেষ দিকে ম্যাচ জমে ওঠে দোরিয়েলতনের নৈপুণ্যে। ৮৬ মিনিটে সানডের পাস থেকে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বক্সে ঢুকে দারুণ ডামি শটে গোলরক্ষককে বোকা বানান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সেই গোলেই ৪-১ ব্যবধানে নিশ্চিত হয় কিংসের জয়।

 

তবে মাঠের লড়াই ছাড়াও ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। গোল খাওয়ার পর গ্যালারি থেকে কিছু দর্শক কিংসের পোস্টের দিকে পানির বোতল ও স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করেন। এতে ম্যাচ বন্ধ থাকে প্রায় ছয় মিনিট। গত মৌসুমেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিল কিংস।

 

প্রথমার্ধও ছিল নাটকীয়তায় ভরা। ১৩ মিনিটের মধ্যেই দুটি পেনাল্টি থেকে আসে দুই গোল। সপ্তম মিনিটে দোরিয়েলতন ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। নিজেই শট নিয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। ছয় মিনিট পর সমতা ফেরায় মোহামেডান। এলি কেকে বক্সে ফাউল হলে পেনাল্টি পান মোজাফফরভ, যেটি তিনি সহজেই জালে জড়ান।

 

প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি সোনালি সুযোগ নষ্ট করেন দোরিয়েলতন। রাফায়েলের কাট ব্যাকে ফাহিমের ডামি থেকে বল পেয়ে শট নিলেও ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

 

দ্বিতীয়ার্ধে শুরুর দিকে মোহামেডান কিছুটা আগ্রাসী হলেও কিংস দশ জনে পরিণত হওয়ার পর দৃশ্যপট উল্টো হয়ে যায়। মরিয়া হয়ে ওঠার বদলে মোহামেডান ব্যাকফুটে চলে যায়, আর কিংস দাপট দেখিয়ে আরও একবার ট্রফি ঘরে তোলে।