আবারো পেছালো ঘরোয়া ফুটবলের সূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৫

শেয়ার

আবারো পেছালো ঘরোয়া ফুটবলের সূচি
জাতীয় ফুটবল লিগ ২০২৫-২৬ এর সূচি পিছিয়েছে। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষ করে এবার ঘরোয়া মৌসুমে নামতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। মূলত ২০২৫–২৬ মৌসুমের পর্দা ওঠার কথা ছিল ১৫ সেপ্টেম্বর, বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যকার চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়ে। তবে শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করে চার দিন পিছিয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়েছে। আজ (১১ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত বাফুফের লিগ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শুরুতে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ছিল ১২ সেপ্টেম্বর। জাতীয় দল কাঠমান্ডু থেকে ১০ সেপ্টেম্বর দেশে ফিরবে ভেবে আগেভাগেই তারিখ সরিয়ে নেওয়া হয়েছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু সম্প্রতি লিগ কমিটির বৈঠকে আলোচনা হয়েছিল যে বাংলাদেশ দল নির্ধারিত সময়ে ফিরতে না পারলে সূচি আবারও পরিবর্তন হতে পারে।

 

জাতীয় দলের ফুটবলাররা আজ (১১ সেপ্টেম্বর) বিকেলে দেশে ফিরলেও লিগ কমিটি চার দিন পিছিয়ে দিয়েছে ঘরোয়া ফুটবলের মৌসুম। ব্যাখ্যায় বলা হয়েছে, কাঠমান্ডুর অস্থির পরিস্থিতিতে মানসিক চাপের মধ্যে সময় কাটাতে হয়েছে খেলোয়াড়দের। এমন অবস্থায় মাত্র দুই দিনের মধ্যে মাঠে নামা কঠিন হয়ে যেত অনেকের জন্য।

 

কাঠমান্ডু থেকে ফেরা ২৩ ফুটবলারের মধ্যে দশ জনই বসুন্ধরা কিংসের। নতুন আর্জেন্টাইন কোচকে দায়িত্ব দিলেও জাতীয় দলে থাকা ফুটবলারদের না পাওয়ায় দলকে যথাযথভাবে প্রস্তুত করতে পারছিল না কিংস। ফলে খেলাটা পিছিয়ে যাওয়া তাদের জন্য স্বস্তির হলেও অন্য অনেক ক্লাবের জন্য বাড়তি খরচের চাপ তৈরি করেছে, যা নিয়ে অসন্তোষও আছে।

 

এদিকে, আজকের সভায় লিগ শুরুর আগে ক্লাব প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার দাবি আরও জোরালো হয়েছে। সূচি পরিবর্তনের প্রভাবে প্রিমিয়ার লিগ, যা শুরু হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর, সেটিও এক সপ্তাহ পিছিয়ে ২৬ সেপ্টেম্বর করা হয়েছে। এর মাঝেই রয়েছে ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের এশিয়ান কাপ বাছাই ম্যাচ।

 

জাতীয় দলের প্রস্তুতি বিবেচনায় ২৬–২৭ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের বেশি ম্যাচ আয়োজন সম্ভব নয়। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ শুরু করার পরিকল্পনা আছে লিগ কমিটির। ১৩ সেপ্টেম্বর (শনিবার) ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হবে, তখন বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে। তবে ২৩ সেপ্টেম্বর থেকে নির্ধারিত ফেডারেশন কাপের সূচি অপরিবর্তিত থাকছে।

 

প্রথা অনুযায়ী, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হয় চ্যালেঞ্জ কাপ। লিগ চ্যাম্পিয়ন হোম ভেন্যুতে খেলার সুবিধা পেয়ে থাকে। সেই হিসেবে এ বছর ম্যাচ হওয়ার কথা মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লায়। তবে কুমিল্লা স্টেডিয়ামের মাঠ প্রস্তুতি ও প্রশাসনিক অনুমতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। কুমিল্লায় আয়োজন সম্ভব না হলে ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্থানান্তরিত হবে।