শিরোনাম

বসুন্ধরা কিংসের নতুন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ। ছবি: সংগৃহীত।
চলতি মৌসুমে কোচের বিষয়টি নিয়ে বড় বিপাকে পড়েছিল বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস সব কিছু ঠিকঠাক করেও শেষ পর্যন্ত যোগ দেননি, বরং অন্য ক্লাবের দায়িত্ব নেন। শেষ পর্যন্ত আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়োগ দিয়েছে কিংস। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি ইমরুল হাসান।
কিংসের হাতে আসা গোমেজের সিভিতে দেখা গেছে, তিনি ১৯৯৭ সাল থেকে কোচিং করে আসছেন। আর্জেন্টিনা, চীন, গ্রীস, মালয়েশিয়া, ইকুয়েডর, ইন্দোনেশিয়াসহ নানা দেশে কাজ করেছেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া এবং ইতালির ইন্টার মিলানে ছিলেন সহকারী কোচ। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর্জেন্টিনার বেশ কয়েকটি ক্লাবে, যার মধ্যে রয়েছে জিমনাশিয়া জুজি, লাওনাস ও ফেরর।
প্রায় ৭০ বছর বয়সী এই কোচের অভিজ্ঞতা মহাদেশজুড়ে বিস্তৃত। এশিয়াতেও তার দীর্ঘ কোচিং ক্যারিয়ার রয়েছে। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ইন্দোনেশিয়ার তিনটি ভিন্ন ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। মালয়েশিয়ার জহুর এফসিকে ২০১৫ সালে ঘরোয়া লিগ ও এএফসি কাপে সাফল্য এনে দেন এবং ওই বছর মালয়েশিয়ার সেরা কোচের স্বীকৃতিও পান।
এবারের মৌসুমে বসুন্ধরা কিংস খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। ঘরোয়া ফুটবলে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হলেও এএফসির আসরে প্রথম রাউন্ড পেরোনো হয়নি। তাই আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞ কোচ গোমেজকে নিয়ে নতুন প্রত্যাশায় আছে কিংস।
তবে গোমেজের সঙ্গে চুক্তির মেয়াদ কিংবা তিনি কবে ঢাকায় আসবেন, তা এখনো জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। এদিকে, সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে বকেয়া পাওনা না মেলায় ফিফায় অভিযোগ করেছেন। তার শুনানি চলছে। একই সঙ্গে ব্রাজিলিয়ান কোচ ফারিয়াস চুক্তি ভেঙে অন্য ক্লাবে যোগ দেওয়ায় ফিফায় নতুন আবেদন করার প্রস্তুতিও নিচ্ছে কিংস।
আরও পড়ুন: