শিরোনাম
.jpg)
ট্রফি হাতে চার অধিনায়ক। ছবি: সংগৃহীত।
প্রথম আসরে সফল আয়োজনের পর এনসিএল টি–টোয়েন্টির দ্বিতীয় আসরকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। বিশেষ করে এবার রাজশাহী ও বগুড়ায় ম্যাচ রাখায় দর্শক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কিন্তু সব আয়োজন ও উত্তেজনায় জল ঢেলে দেয় টানা বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় দ্বিতীয় আসর।
তবে নতুন সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবারও মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। এবার সব খেলা অনুষ্ঠিত হবে সিলেটে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর জমকালোভাবে উদ্বোধন হয়েছিল এনসিএল টি–টোয়েন্টির দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনেই রাজশাহীর ম্যাচ বৃষ্টির কবলে পড়ে। শেষ পর্যন্ত ৫ ওভার করে খেলা অনুষ্ঠিত হলেও একই দিনে বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়।
পরবর্তী দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাসও ছিল নিরাশাজনক। বগুড়ার ম্যাচগুলো তাই রাজশাহীতে সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেখানেও লাভ হয়নি। টানা তিনদিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি মাঠে গড়াতে পারে, বাকি পাঁচটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
বৃষ্টির অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব না হওয়ায় টুর্নামেন্ট কমিটি শেষ পর্যন্ত আসর স্থগিতের সিদ্ধান্ত নেয়। এবার সিলেটে সব আয়োজন হওয়ার কারণে দর্শকরা নতুন করে আশাবাদী হয়ে আছেন, আর বৃষ্টিও হয়তো আর বাধা হয়ে দাঁড়াবে না।
আরও পড়ুন: