রাজশাহীতে এসেও বৃষ্টিতে ভেসে গেল বগুড়ার ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১৮

শেয়ার

রাজশাহীতে এসেও বৃষ্টিতে ভেসে গেল বগুড়ার ম্যাচ
বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় অলস সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় টি-টোয়েন্টি আসরের শুরুতেই বৃষ্টি যেন সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বগুড়ায় প্রথম দিনের ম্যাচ মাঠে গড়াতে পারেনি বৃষ্টির কারণে। আবহাওয়ার পূর্বাভাসে টানা খারাপ আবহাওয়ার শঙ্কায় পরদিন ঢাকা–বরিশালের ম্যাচটি সরিয়ে আনা হয়েছিল রাজশাহীতে। কিন্তু সেখানেও একই দৃশ্য মাঠে নামার সুযোগই মেলেনি ক্রিকেটারদের।

 

রাজশাহীর স্টেডিয়ামে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে খেলার কথা ছিল মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম ও সালমান হোসেন ইমনদের। কিন্তু বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ায় তারা দর্শকদের সঙ্গে হাসি-ঠাট্টাতেই সময় কাটিয়েছেন।

 

আসরের উদ্বোধনী দিনেই রাজশাহী ও ঢাকা মেট্রোর ম্যাচ সীমিত হয়ে গিয়েছিল ৫ ওভারে। সেদিনও বৃষ্টির বাধায় সিলেট–রংপুর ম্যাচ মাঠে গড়াতে পারেনি। এরপর সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালেও একই পরিণতি বরণ করল ঢাকা–বরিশালের খেলা।

 

তবে আশার খবর, রাজশাহীর মাঠে দুপুর ২টায় শুরু হওয়ার কথা খুলনা বনাম চট্টগ্রাম ম্যাচ। দুপুর নাগাদ বৃষ্টি থেমে যাওয়ায় অন্তত সেই ম্যাচটি আয়োজন সম্ভব হবে বলে আশাবাদী আয়োজকরা।