রংপুরে নাসির, রাজশাহীতে শান্ত-সাব্বিরকে নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৭

আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৮

শেয়ার

রংপুরে নাসির, রাজশাহীতে শান্ত-সাব্বিরকে নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা
এনসিএল টি-টোয়েন্টি মাতাবেন নাসির-শান্ত-সাব্বির। ছবি: সংগৃহীত।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় টি-টোয়েন্টি আসর মাঠে গড়াবে আগামী ১৪ সেপ্টেম্বর। টুর্নামেন্ট শুরুর আগেই দল ঘোষণা করেছে উত্তরবঙ্গের দুই প্রতিনিধিত্বকারী দল রাজশাহী ও রংপুর। দুই দলই অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে সাজিয়েছে নিজেদের স্কোয়াড।

 

রাজশাহীর নেতৃত্বে থাকছেন জাতীয় দলের তারকা নাজমুল হোসেন শান্ত। দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমানের মতো আলোচিত ব্যাটার। বোলিং শক্তি বাড়াতে আছেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। তবে এশিয়া কাপে ব্যস্ত থাকায় সরাসরি স্কোয়াডে নেই তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। তারা আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

 

অন্যদিকে, শিরোপাধারী রংপুরকে আবারও নেতৃত্ব দেবেন আকবর আলী। দলে রয়েছেন অভিজ্ঞ নাসির হোসেন। যদিও জাতীয় দলের বর্তমান তারকাদের সংখ্যা কম, তবে সম্ভাবনাময় কয়েকজনকে নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল্লাহ আল মামুন ও মুশফিক হাসানদের মতো তরুণরা এবার ভরসা রংপুরের।

 

স্ট্যান্ডবাই তালিকায় আছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা। অধিনায়ক লিটন দাসের সঙ্গে রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম রয়েছেন এই তালিকায়। তারা বর্তমানে এশিয়া কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে থাকায় মূল দলে যুক্ত হননি।

 

একনজরে রাজশাহীর স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।

 

রাজশাহীর স্ট্যান্ডবাই ক্রিকেটার: রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

 

একনজরে রংপুরের স্কোয়াড: অনিক সরকার, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, এনামুল হক এনাম, আলাউদ্দিন বাবু, রাফিউজ্জামান রাফি।

 

রংপুরের স্ট্যান্ডবাই ক্রিকেটাররা: লিওন ইসলাম, আরিফ রেজা, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মুন্না, রবিউল হক, লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।