শিরোনাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত।
গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ। সিলেটে আয়োজিত সেই আসর প্রত্যাশার তুলনায় বেশ ভালো সাড়া ফেলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও লিগ চালু করার পরিকল্পনা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এবার নতুন করে আরও দুটি ভেন্যু যুক্ত হওয়ায় মোট তিন মাঠে হবে প্রতিযোগিতার খেলা। ইতোমধ্যে শেষ হয়েছে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ফিটনেস টেস্ট, আর আজ (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন।
এর আগে আজ (৮ সেপ্টেম্বর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি বুলবুল, বোর্ডের অন্যান্য পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বুলবুল জানান, ওয়ানডে ফরম্যাটে এনসিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেটি লিস্ট ‘এ’ মর্যাদা পাবে এবং এতে অংশ নেবে বিভাগীয় দলগুলো।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ সময় ঘোষণা দেন, এবারের আসরে ক্ষুদে ক্রিকেটারদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। ভেন্যুভেদে প্রতি ম্যাচেই ২০০ থেকে ৩০০ জন জুনিয়র ক্রিকেটার বিনা মূল্যে মাঠে বসে খেলা দেখতে পারবে।
গত বছর থেকে এনসিএল নতুনভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হলেও এর আগে এই লিগ হতো কেবল লাল বলে, চার দিনের ম্যাচ দিয়ে।
আরও পড়ুন: