শিরোনাম

এনসিএল টি-টোয়েন্টির গতবারের আসরের অধিনায়কেরা। ছবি: সংগৃহীত।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় টি-টোয়েন্টি আসর শুরু হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। তিন ভেন্যু রাজশাহী, বগুড়া ও সিলেটে হবে এবারের খেলা। অংশ নিচ্ছে মোট আটটি দল: ঢাকা, ঢাকা মেট্রো, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ রয়েছে সূচিতে। রাজশাহীতে সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে রাজশাহী ও ঢাকা মেট্রো। একইদিন বগুড়ায় দুপুর দেড়টায় মাঠে গড়াবে সিলেট ও রংপুরের লড়াই।
লিগ পর্ব চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ২১, ২২, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ম্যাচ শুরুর সময় কিছুটা পরিবর্তিত হবে, সকালের ম্যাচ শুরু হবে সকাল ১০টায়, আর বিকালের ম্যাচ বিকেল ২টায়। এরপর থেকে বাকি সব খেলা সিলেটে অনুষ্ঠিত হবে; কিছু ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকিগুলো সিলেট আউটার স্টেডিয়ামে।
নকআউট পর্ব শুরু হবে ৩০ সেপ্টেম্বর। সেদিন দুপুর ১২টা ৩০ মিনিটে এলিমিনেটর এবং বিকেল ৫টায় প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ অক্টোবর এবং ফাইনাল ম্যাচ ৩ অক্টোবর।
অধিনায়কত্বে কিছু পরিবর্তন এসেছে এবারের আসরে। ঢাকা মেট্রো আগের মতোই নেতৃত্বে রেখেছে নাইম শেখকে। চ্যাম্পিয়ন রংপুরের দায়িত্ব থাকছে আকবর আলীর হাতে, আর চট্টগ্রামের নেতৃত্বে থাকছেন ইয়াসির আলী রাব্বি।
নতুন অধিনায়ক পাচ্ছে ঢাকা, দলটির নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, যিনি সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন, রাজশাহীর দায়িত্বে নাজমুল হোসেন শান্ত, আর সিলেটের নেতৃত্বে থাকছেন বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসান। কেবল বরিশাল এখনো তাদের অধিনায়ক ঘোষণা করেনি।
একনজরে এনসিএলের আট দলের অধিনায়ক-
রাজশাহী- নাজমুল হোসেন শান্ত
সিলেট- জাকির হাসান
খুলনা- মোহাম্মদ মিঠুন
চট্টগ্রাম- ইয়াসির আলী চৌধুরী রাব্বি
ঢাকা- মাহিদুল ইসলাম অঙ্কন
ঢাকা মেট্রো- মোহাম্মদ নাইম শেখ
রংপুর- আকবর আলী
বরিশাল- (এখনো ঘোষণা করেনি)
আরও পড়ুন: