প্রাইম ব্যাংকে খেলবেন মাহমুদুল্লাহ, আছেন শামীম-তামিম-রিজান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩৯

শেয়ার

প্রাইম ব্যাংকে খেলবেন মাহমুদুল্লাহ, আছেন শামীম-তামিম-রিজান
গত ডিপিএলে মোহামেডানে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছবিঃ সংগৃহীত।

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী লিমিটেড, রানার্সআপ হয় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুম শুরু হতে এখনও অনেকটা সময় বাকি থাকলেও দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ক্লাবগুলো। সেই দৌড়ে পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও।

 

আগামী মৌসুমের জন্য ইতোমধ্যেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে টেনে নিয়েছে তারা। অভিজ্ঞদের তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার খালেদ আহমেদ ও শামীম পাটোয়ারী। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিও থাকছেন প্রাইম ব্যাংকের স্কোয়াডে।

 

শুধু তাই নয়, তরুণ প্রতিভাদের দিকেও নজর দিয়েছে ক্লাবটি। বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বর্তমান অধিনায়ক আজিজুল হাকিম তামিম, পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন, অভিষেক দাস অরণ্য ও আবু হায়দার রনি ইতোমধ্যেই যুক্ত হয়েছেন দলে। এছাড়া ব্যাটিং শক্তি বাড়াতে দলে ভিড়ানো হয়েছে রায়ান রাফসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম ও ইকবাল হোসেনকে।

 

স্পিন আক্রমণে থাকবেন আলিস আল ইসলাম, শামীম মিয়া ও আবু হাসিম। পেস বোলিংয়ে যুক্ত হবেন মেহেদী হাসান। আর কোচিং প্যানেলে ধারাবাহিকতা ধরে রেখে আগের মতোই প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের।

 

সব মিলিয়ে তারকা ক্রিকেটার আর প্রতিশ্রুতিশীল তরুণদের মিশ্রণে বেশ শক্তিশালী দল গড়ে তুলছে প্রাইম ব্যাংক, যারা নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে নামার স্বপ্ন দেখছে।