দেয়ালে পিঠ ঠেকে গেছে বিপিএলের: পাইলট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১২:৫৫

আপডেট: ২১ আগস্ট, ২০২৫ ১২:৫৫

শেয়ার

দেয়ালে পিঠ ঠেকে গেছে বিপিএলের: পাইলট
বিপিএলের হারানো জৌলুস ফেরাতে সমধান চান পাইলট। ছবি: সংগৃহীত। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বেশ কদিন ধরেই আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। সাম্প্রতিক সময়ে শোরগোল ফেলে দেওয়া ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষাপটেই এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার খালেদ মাসুদ পাইলট। তার মতে, বিপিএল এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে টুর্নামেন্টটির মান রক্ষায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

 

পাইলটের ভাষায়, “বিপিএল যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা অনেকটাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। ইতিবাচক চেয়ে নেতিবাচক খবই বেশি শোনা যায়। অথচ একসময় এটা বাংলাদেশের সেরা ব্র্যান্ডগুলোর একটি ছিল।”

 

তিনি স্মরণ করিয়ে দেন, “সাত-আট বছর আগে বিপিএল ঘিরে ছিল এক ভিন্ন উত্তেজনা। করপোরেট প্রতিষ্ঠানগুলো দল কিনতে হুমড়ি খেয়ে পড়ত, স্পন্সরশিপ ও সম্প্রচার অধিকার নিয়ে লেনদেনে ছিল অগাধ আগ্রহ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জৌলুস ম্লান হয়ে গেছে। গত আসরেই আমরা দেখেছি, বেশ কিছু দল মানের সঙ্গে আপস করেছে। এতে পুরো টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে।” 

 

তবে হতাশার মাঝেও আশার আলো দেখছেন তিনি। তার মতে, “সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগে বিপিএল আবারো পুরনো গৌরব ফিরে পেতে পারে। মাঠের সংখ্যা বাড়ানো, হোম-অ্যাওয়ে ভিত্তিক খেলা চালু করা, ভালো স্পন্সর ও নির্ভরযোগ্য মালিকানা খুঁজে বের করা জরুরি। এগুলো করলে এক-দুই বছরের মধ্যে বিপিএলকে অন্য উচ্চতায় নেওয়া সম্ভব।”

 

পাইলট মনে করেন, “কেবল বোর্ড নয়, প্রতিটি পক্ষকেই দায়িত্ব নিতে হবে। আম্পায়ারিং, উইকেট প্রস্তুতি, খেলোয়াড়দের শৃঙ্খলা, এমনকি ড্রেসিংরুমের পরিবেশ সবকিছুতে নজরদারি বাড়াতে হবে। “প্রত্যেকটা জায়গায় যদি ভালো ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা যায়, তাহলে পাতানো খেলার অভিযোগও থাকবে না। দলগতভাবে কাজ করতে পারলেই মানোন্নয়ন সম্ভব।”

 

তিনি আরও যোগ করেন, “বিসিবি চাইলে শূন্য থেকে নতুন করে পরিকল্পনা সাজাতে পারে। এতে নতুন করে মার্কেটিংয়ের সুযোগ তৈরি হবে, তরুণ খেলোয়াড়দের গড়ে ওঠার সুযোগ বাড়বে এবং সামগ্রিকভাবে দর্শক ও স্পন্সরদের আস্থা ফেরানো সম্ভব হবে।”

 

গত আসরের হতাশাজনক অভিজ্ঞতার কথাও স্মরণ করিয়ে দেন সাবেক এই উইকেটরক্ষক, “প্রত্যেকবারই আমরা ভালো কিছুর আশা করি, কিন্তু বাস্তবে হতাশ হই। আশা করি, এবার বোর্ড নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বিপিএল সাজাবে। স্মার্ট ক্রিকেট হলে সবাই লাভবান হবে।”

 

একসময় দেশের ক্রিকেটের সবচেয়ে বর্ণিল আসর হিসেবে পরিচিত বিপিএল এখন কঠিন বাস্তবতায় লড়াই করছে। তবে পাইলটের বিশ্বাস, সঠিক পথে পরিচালনা করা গেলে আবারো এটি হতে পারে বাংলাদেশের ক্রিকেটের সেরা ব্র্যান্ড।