শিরোনাম
.jpg)
এনসিএল টি-টোয়েন্টিতে এবার নেই অনুর্ধ্ব-১৯ ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) অভিষেক হয়েছিল গেল বছর। সিলেটে অনুষ্ঠিত সেই আসর মাঠে-গ্যালারি মিলিয়ে জমে উঠেছিল বেশ ভালোভাবেই। ক্রিকেটার ও আয়োজক দু’পক্ষের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছিল টুর্নামেন্টটি। আর তাই ধারাবাহিকতা ধরে রাখতে এবারের আয়োজনও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এবার শুধু সিলেট নয়, আরও দুটি নতুন ভেন্যু যুক্ত হচ্ছে। সবমিলিয়ে তিন ভেন্যুতে আয়োজন হবে এবারের প্রতিযোগিতা। বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, টুর্নামেন্ট শেষে চারদিনের এনসিএলও শুরু হবে যথাসময়ে।
তবে এবারের আসরে থাকছে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। গত আসরে অংশ নিয়েছিলেন দেশের অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। কিন্তু এবার তাদের দেখা যাবে না। এর কারণ, ব্যস্ত আন্তর্জাতিক সূচি। যুব দলটি আগস্টেই ইংল্যান্ড সফরে যাচ্ছে, যেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবে তারা। এরপর স্বল্প বিশ্রাম নিয়েই সামনে রয়েছে আরও বড় ব্যস্ততা নভেম্বরে এশিয়া কাপ এবং জানুয়ারিতে যুব বিশ্বকাপ। খেলোয়াড়দের শারীরিক চাপ ও ক্লান্তি বিবেচনা করেই এবার তাদের এই টুর্নামেন্ট থেকে বিরত রাখা হয়েছে।
ফলে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমন কিংবা সামিউন বশির রাতুলদের মতো তরুণরা এইবার আর টি-টোয়েন্টি সংস্করণে নামতে পারছেন না। তবে চারদিনের এনসিএলে তাদের অংশগ্রহণ নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বিসিবি।
আরও পড়ুন: