শিরোনাম
.jpg)
এনসিএল টি-টোয়েন্টিতে দেশীয় কোচদের মেলবন্ধন। ছবি: সংগৃহীত।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। সাতটি বিভাগীয় দল ও একটি মেট্রো দলকে নিয়ে আয়োজিত এই ঘরোয়া আসরকে ঘিরে ক্রিকেটপাড়ায় জমেছে প্রত্যাশা। খেলোয়াড়রা ঘরোয়া টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার জন্য প্রস্তুত।
এবারের আসরে বিশেষ গুরুত্ব পাচ্ছেন দেশীয় কোচরা। অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে সাজানো কোচিং প্যানেলে থাকছেন পরিচিত কয়েকটি মুখ। ঢাকার দায়িত্বে আছেন মিজানুর রহমান বাবুল, যিনি বিপিএলে ফরচুন বরিশালকে টানা দুই মৌসুম (২০২৪ ও ২০২৫) শিরোপা জেতানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। সফল এই কোচ ঘরোয়া ক্রিকেটেও তার অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত।
চট্টগ্রামের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব আলী জ্যাকি। স্থানীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই কোচ নতুন প্রতিভা গড়ে তুলতে ইতিমধ্যেই অবদান রেখেছেন। সিলেটের দায়িত্বে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহ, যিনি বয়সভিত্তিক ক্রিকেট দল গঠন ও প্রস্তুতিতে অভিজ্ঞ হিসেবে পরিচিত।
রাজশাহী বিভাগের কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুল করিম জুয়েল। বহু বছর ধরে এ অঞ্চলের ক্রিকেট কাঠামোর সঙ্গে সম্পৃক্ত তিনি এবার বড় মঞ্চে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বরিশাল দলের কোচ হিসেবে থাকছেন সাবেক জাতীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে কিশোর বয়সেই রেকর্ডবুক সমৃদ্ধ করা এই ব্যাটার এখন কোচিং পেশায় প্রতিষ্ঠিত। বিপিএলে সফল অভিজ্ঞতা অর্জনের পর এনসিএলে তাকে প্রধান কোচ হিসেবে দেখা যাবে।
আরও পড়ুন: