শিরোনাম
.jpg)
সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। ছবি: সংগৃহীত।
টি-টোয়েন্টি ফরম্যাটে গত বছর প্রথমবারের মতো আয়োজন হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটে হওয়া সেই আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আর দর্শক সাড়া দিয়ে সফলতার ছাপ রেখেছিল। ক্রিকেটার ও সমর্থকরা তাই চেয়েছিলেন, ফরম্যাটটি যেন এবারও মাঠে গড়ায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে।
সব ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর, যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আগের মতো এবারও থাকছে ৮টি দল।
এবারের আসরের বিশেষ দিক, দুই পরিচিত মুখের প্রত্যাবর্তন। গত আসরে রাজশাহীর হয়ে খেলেননি সাব্বির রহমান, আর নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন রংপুরের নাসির হোসেন। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, দুজনই এবার নিজ নিজ বিভাগে ফিরছেন। অর্থাৎ সাব্বিরকে দেখা যাবে রাজশাহীর জার্সিতে, নাসির খেলবেন রংপুরের হয়ে।
ভেন্যু নিয়ে কিছুটা ভাবনায় ছিল বিসিবি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, একই শহরে দুটি মাঠ পাওয়াই বড় চ্যালেঞ্জ ছিল। দীর্ঘ আলোচনা শেষে তিনটি শহর চূড়ান্ত হয়েছে, বগুড়া, রাজশাহী ও সিলেট। আকরামের ভাষায়, “এটা নিয়ে আমাদের লম্বা সভা হয়েছে। ভেন্যু পাওয়াটা আসলেই কঠিন ছিল। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি তিন জায়গায় আয়োজন করব।”
প্রথম আসরে যেভাবে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিয়েছিলেন, তাতে নতুন মৌসুম নিয়েও প্রত্যাশা উঁচুতে। এবার সাব্বির-নাসিরের প্রত্যাবর্তনে টুর্নামেন্টে বাড়তি রঙ যোগ হবে বলেই ধারণা সমর্থকদের।
আরও পড়ুন: