বিসিবির আইনি নোটিশ, যা বললেন সামির কাদের চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১৮:১৬

আপডেট: ১১ আগস্ট, ২০২৫ ১৯:১২

শেয়ার

বিসিবির আইনি নোটিশ, যা বললেন সামির কাদের চৌধুরী
চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী আজ বিসিবির বিরুদ্ধে বকেয়া অর্থ ও নানা বিতর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন। ২২ জুলাই বিসিবি থেকে দেওয়া আইনি নোটিশে তাকে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ ডলার অর্থ পরিশোধের কথা বলা হয়েছিল, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি ১৪ লাখ টাকা।

 

সামির কাদের চৌধুরী বলেন, “এ বিষয়ে তাকে বিসিবি থেকে একবার ফোন করা হয়েছিল, তারা আমার অ্যাকাউন্টসকে জানিয়েছে যে শিগগিরই তারা লিগ্যাল টিম নিয়ে বসবে, আমিও জানিয়েছি আমিও আমার লিগ্যাল টিম নিয়ে বসব।” 

 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এ ব্যাপারে কথা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে বিসিবি থেকে ফোন দেওয়া হয়েছে, উনি তো দেশের বাইরে আছেন, উনি এলেই আলোচনার ব্যবস্থা করা হবে, কিন্তু তার আগেই লিগ্যাল নোটিশ দিয়ে দিল।”

 

বিপিএল থেকে অর্জিত আয়ের রেভিনিউ বিসিবির কাছ থেকে পাবে বেশকিছু ফ্র্যাঞ্চাইজি, এরমধ্যে চিটাগং কিংস ও রয়েছে। এখন সামির কাদের চৌধুরী জানিয়েছেন, বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা দেওয়া নির্ভর করছে, আমরা রেভিনিউ তা কত পাচ্ছি সেটার ওপর, এরপর বাকিটা হয়তো আমার পকেট থেকে দিতে হবে কিন্তু আগে এটা মীমাংসা করা জরুরি।  

 

এ ব্যাপারে বিসিবিকে লিগ্যাল নোটিস দেবেন কিনা জানতে চাইলে সামির কাদের বলেন চৌধুরী বলেন, “আমি লিগ্যাল নোটিশ দেওয়ার ব্যাপারে এমন ব্যক্তি নই। বিসিবি একটি বড় প্রতিষ্ঠান। তারা আমার অ্যাকাউন্টসকে জানিয়েছে। ফেব্রুয়ারি থেকে প্রসেস চলছে, শিগগিরই লিগ্যাল টিম নিয়ে বসব। তবে কবে বসব, সে বিষয়ে কিছু জানানো হয়নি।”

 

চট্টগ্রাম কিংসের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছে। সামির বলেন, “আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা আমি পাব কিনা সে বিষয়ে বিসিবির সাথে আলোচনা ছাড়া কিছু বলা যাচ্ছে না। ফরম্যাট এবং ফি সম্পর্কে জানলে আত্মবিশ্বাস নিয়ে কিছু বলতে পারতাম। ইচ্ছা এখনও আছে, তবে সেটা বিসিবির সাথে আলোচনার ওপর নির্ধারণ করছে।”

 

তিনি আরও উল্লেখ করেন, “হাইকোর্টের স্টে অর্ডার থাকার পরও বিষয়টি সমাধান না করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর কেন এর মধ্যেই কেন অন্য কারো কথা আসছে সেটা আমার কাছে অস্পষ্ট।" তিনি বর্তমান বিতর্কের প্রসঙ্গ তিনি বলেন, “বিপিএল-কে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে বিসিবি, আমাদের টিম নয়।”

 

সামির কাদের শহীদ আফ্রিদির মাঝপথে চলে যাওয়া নিয়েও বলেছেন, “মিসকমিউনিকেশন হয়েছিল, কিছু পেমেন্ট বাকি আছে। যখন তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু আমরা জানিয়েছি তখন আমাদের ম্যাচ ছিল না।” 

 

বিতর্ক সমাধানে ইতিবাচক অগ্রগতি দেখা দিয়েছে বলে জানালেন সামির কাদের। তিনি বলেন, ‘আজ কিছু বোর্ড পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে নিশ্চিত করেছেন, খুব শিগগিরই এ বিষয়ে আমার সঙ্গে বসে সমাধান করবেন।’ বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামির আরও বলেন, ‘এতদিন পর তারা নিজ উদ্যোগে আমাকে আলোচনায় ডাকছে এজন্য আমি কৃতজ্ঞ। দুপুরে তারা আমাকে বসার প্রস্তাব দিয়েছেন, যা আমি ইতিবাচকভাবে গ্রহণ করেছি।’

 

সামির কাদেরের বক্তব্যে স্পষ্ট যে, বিপিএল এবং বিসিবির মধ্যে অর্থ, মালিকানা ও যোগাযোগ সমস্যা এখনো সমাধান হয়নি, যা ভবিষ্যতে সিরিজের সুষ্ঠু আয়োজনে বাধা সৃষ্টি করতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুত এই ইস্যুগুলো সমাধান হবে যাতে বিপিএল তার স্বাভাবিক পথেই এগিয়ে যেতে পারে।