ফিটনেস পরীক্ষায় ফেল করলেই এনসিএলে বিদায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ২০:৪৩

শেয়ার

ফিটনেস পরীক্ষায় ফেল করলেই এনসিএলে বিদায়
ফিটনেস পরীক্ষায় পাস ছাড়া এনসিএলে জায়গা হবে না। ছবি: সংগৃহীত।

ফিটনেস পরীক্ষায় ‘ফেল’ মানেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে খেলার স্বপ্ন শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী মৌসুমে অংশ নিতে হলে আগে ফিটনেস পরীক্ষায় পাস করতেই হবে।

 

আগামী সোমবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির ক্যাম্প। এরপর ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। যারা এই পরীক্ষায় সফল হবেন না, তারা সরাসরি বাদ পড়বেন আসর থেকে।

 

প্রতিটি বিভাগ তাদের নিজ নিজ ভেন্যুতে অনুশীলন করবে। তবে রংপুর ও বরিশাল ব্যতিক্রম। তাদের অনুশীলন হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, কারণ নিজস্ব ভেন্যু সংস্কারের কাজে ব্যস্ত।

 

এবার এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ অনুষ্ঠিত হবে তিন ভেন্যুতে, সিলেট, রাজশাহী ও বগুড়ায়। ২০১০ সালে প্রথমবার আয়োজন হয়েছিল এই আসর, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর পর তা বন্ধ হয়ে যায় এক দশকেরও বেশি সময়। ২০২৪ সালে নতুনভাবে মাঠে ফেরে প্রতিযোগিতাটি, পুরো আসরই হয়েছিল সিলেটে।

 

তবে এক ভেন্যুর দুই মাঠে টানা খেলার ফলে গত মৌসুমের শেষ দিকে বড় স্কোর পাওয়া যাচ্ছিল না। সেই অভিজ্ঞতা থেকে এবারে বিসিবি ভেন্যু বাড়িয়েছে। একইসঙ্গে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিও চাইছিল এই টুর্নামেন্ট বিপিএলের আগে আয়োজন করা হোক, যাতে স্থানীয় খেলোয়াড়রা প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় মঞ্চে নামার প্রস্তুতি নিতে পারেন।

 

সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ বা ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের এনসিএল টি-টোয়েন্টি। বিসিবির টুর্নামেন্ট শিডিউল ও প্রস্তুতিতে এখন জোর প্রস্তুতি চলছে। খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ-ফিটনেস পরীক্ষায় পাস করে মূল আসরে জায়গা করে নেওয়া।