এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম-মুশফিক-রিয়াদ
এনসিএলে মুশফিক-তামিম-রিয়াদ খেলবেন বলে জানিয়েছেন আকরাম খান। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্রিকেটের অভিজ্ঞ স্তম্ভ বলা হয় যাদের, সেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ তিন সিনিয়র ক্রিকেটারই ফিরছেন এনসিএল টি-টোয়েন্টিতে। এ তথ্য জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

 

বছরের শুরুতে অসুস্থতা কাটিয়ে ফেরা তামিম ইকবালের অংশগ্রহণ নিয়ে কিছুটা সংশয় থাকলেও এবার সেই প্রশ্নের জবাব স্পষ্ট। আকরাম জানান, তামিম নিজেই জানিয়েছেন খেলার আগ্রহ। মুশফিকও নাকি খেলতে চান সিলেটের হয়ে। আর রিয়াদের সঙ্গে সরাসরি কথা না হলেও, নিয়মিত অনুশীলন দেখে বোর্ডের এই সাবেক পরিচালক আশাবাদী তার অংশগ্রহণ নিয়েও।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে আকরাম খান বলেন, “আশা করছি, ওরা তিনজনই খেলবে। তামিমের সাথে কথা হয়েছে, সে খেলবে। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদের এখনো কিছু বলেনি, তবে অবশ্যই সেও খেলবে। খেলা উচিত।”

 

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের সূচি এখনো প্রকাশ করেনি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে, প্রতিযোগিতা শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর, আর ফাইনাল হতে পারে ৪ অক্টোবর। এ বছরও আগের মতো আটটি বিভাগীয় দলই অংশ নেবে টুর্নামেন্টে।

 

২০২৪ সালে প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টি আইসিসির কাছ থেকে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বীকৃতি পায়। ফলে এখন এটি শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এক মঞ্চ। জাতীয় দলের খেলোয়াড়েরা বিভিন্ন সময় ব্যস্ত থাকার কারণে এই টুর্নামেন্ট তরুণদের বড় সুযোগ হয়ে ওঠে নিজেকে প্রমাণের।

 

চলতি বছর একই সময় জাতীয় দলের সূচি থাকায় কিছু খেলোয়াড়কে পাওয়া না-ও যেতে পারে। বিশেষ করে এশিয়া কাপ থাকায় জাতীয় দলের মূল স্কোয়াড ব্যস্ত থাকবে। তবে এই সুযোগে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ত্রয়ীর অংশগ্রহণ এনসিএলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

বিশেষ করে তামিম-মুশফিক-রিয়াদ বিপিএলের বাইরে আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন না। ফলে দীর্ঘদিন পর এদের একসঙ্গে ঘরোয়া টি-টোয়েন্টিতে দেখা যাওয়াটা হতে পারে আলাদা আগ্রহের কেন্দ্রবিন্দু।

 

তিন অভিজ্ঞ ক্রিকেটারের অংশগ্রহণ শুধু টুর্নামেন্টের মান বাড়াবে না, তরুণদের জন্য হবে শেখারও বড় সুযোগ। তাই টুর্নামেন্ট শুরুর আগেই এনসিএল টি-টোয়েন্টির উত্তাপ বাড়তে শুরু করেছে।