চূড়ান্ত হল এনসিএল টি-টোয়েন্টির তিন ভেন্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১৭:৩৪

আপডেট: ৭ আগস্ট, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

চূড়ান্ত হল এনসিএল টি-টোয়েন্টির তিন ভেন্যু
এনসিএল টি-টোয়েন্টির তিন ভেন্যু চূড়ান্ত, নেই ঢাকা চট্টগ্রাম। ছবি: সংগৃহীত।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির নতুন আসর। দেশের ঘরোয়া ক্রিকেটের এই ফরম্যাটে এবার আর থাকছে না ঢাকা কিংবা চট্টগ্রাম। বিসিবির টুর্নামেন্ট কমিটির সুপারিশ অনুযায়ী তিনটি নতুন ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের গ্রাউন্ডস কমিটি।

 

বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন, সিলেট, রাজশাহী ও বগুড়াতে এবারের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। আলোচনার পর টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে চাওয়া তিনটি ভেন্যুই অনুমোদন পেয়েছে বলে জানান তিনি।

 

২০১০ সালে বিপিএল শুরুর আগে একবারই এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর দীর্ঘদিন বন্ধ থাকা এই টুর্নামেন্ট পুনরায় চালু হয় ২০২৪ সালে। খেলোয়াড়দের টি-টোয়েন্টি প্রস্তুতির পাশাপাশি দেশের ঘরোয়া কাঠামোয় এই ফরম্যাটকে আরও নিয়মিত করতে বোর্ডের এ উদ্যোগ।

 

গতবার পুরো আসর আয়োজন হয়েছিল সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পাশাপাশি টিম-গ্রাউন্ডেও খেলা হওয়ায় মাঠের উপর অতিরিক্ত চাপ পড়ে। একাধিক ম্যাচ হওয়ায় পিচের মান পড়তি হয়ে পড়ে। বিশেষ করে আসরের শেষ দিকে বড় স্কোর দেখা যায়নি। এবার সে অভিজ্ঞতা মাথায় রেখে বিসিবি ভেন্যু সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

 

এ প্রসঙ্গে আকরাম খান বলেন, “এক জায়গায় দুইটা মাঠ পাওয়া বেশ কঠিন। আমরা শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি বগুড়া, রাজশাহী আর সিলেটে আয়োজন করব।”

 

তিনি যোগ করেন, “আমাদের লক্ষ্য ছিল ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়া। বগুড়ায় আগেও ম্যাচ হয়েছে, রাজশাহীতে দারুণ সমর্থক আছে, ভালো ক্রিকেটারও উঠে এসেছে ওখান থেকে। আর সিলেটে এবার আমরা সেমিফাইনাল ও ফাইনাল দিবা-রাত্রির আলোয় আয়োজনের পরিকল্পনা করছি।”

 

এনসিএল টি-টোয়েন্টি এখন নিয়মিত ঘরোয়া ক্যালেন্ডারের অংশ হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টির এমন প্ল্যাটফর্ম খেলোয়াড়দের জন্য যেমন সহায়ক, তেমনি দর্শকদের কাছেও আলাদা আকর্ষণ। বগুড়া ও রাজশাহীতে আগেও লিস্ট ‘এ’ এবং প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে, তবে এবার টি-টোয়েন্টির জন্য মাঠ ও আলোকসজ্জা প্রস্তুত করা হবে।

 

সিলেটে আয়োজনে কোনো সংশয় না থাকলেও, বগুড়া ও রাজশাহীতে ব্যবস্থাপনার দিকটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে সময়মতো প্রস্তুতি নিয়ে বিসিবি পুরো আয়োজন সফল করতে চায়।

 

এনসিএল টি-টোয়েন্টির নতুন আসর ঘিরে দলগঠনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। যেহেতু বিপিএলের বাইরে আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই দেশে, তাই এনসিএল টি-টোয়েন্টিকে ঘরোয়া টি-টোয়েন্টির পাকা মঞ্চে রূপ দিতে চায় বিসিবি।