এনসিএলে বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবার মাঠের বাইরে থেকে ফিরছেন ক্রিকেটে। তবে খেলোয়াড় নয়, এবার তাঁর ভূমিকা হবে ভিন্ন কোচ হিসেবে। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের দায়িত্ব সামলাবেন এই ব্যাটিং জিনিয়াস।
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর থেকেই কোচিংয়ে আগ্রহী ছিলেন আশরাফুল। ইতোমধ্যে বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করেছেন তিনি। এবার বিসিবির আমন্ত্রণে এনসিএলের মতো গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টে দেখা যাবে তাকে ডাগআউটে।
এ বিষয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “আশরাফুল আমাদের অন্যতম সেরা ক্রিকেটার। ও নিজেই কোচিংয়ে আগ্রহ প্রকাশ করেছে। বরিশাল বিভাগের হয়ে দুই বছর খেলার অভিজ্ঞতা থাকায় তাকে ওখানে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
শুধু আশরাফুল নয়, জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়েও বিসিবির পরিকল্পনা রয়েছে। আকরাম জানান, “সেলিম, রোকন, আফতাবের মতো সাবেক ক্রিকেটারদের সঙ্গেও আমরা যোগাযোগ করছি। ওরা যদি আগ্রহী হয়, তাহলে এসব ছোট টুর্নামেন্টে যুক্ত করবো। এতে নতুন প্রজন্ম উপকৃত হবে।”
এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর মাঠে গড়াবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। অংশ নেবে ৮টি বিভাগীয় দল। গত বছর দীর্ঘ বিরতির পর টুর্নামেন্টটি আবারও শুরু হয়। এবার আয়োজন আরও পরিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ করার কথা ভাবছে বিসিবি।
আসন্ন মৌসুমকে ঘিরে চট্টগ্রামে একটি আঞ্চলিক টি-টোয়েন্টি আয়োজন করছে বোর্ড। আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এই আসরে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশ নেবে। আকরামের ভাষায়, “এই টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড় উঠে এলে তারা জাতীয় পর্যায়েও চট্টগ্রামের হয়ে খেলতে পারবে। এটা আমাদের প্রেসিডেন্টের পরিকল্পনার অংশ।”
এদিকে বরিশাল বিভাগীয় দলে অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ দীর্ঘদিনের। ম্যানেজমেন্ট নিয়ে খেলোয়াড়দের অসন্তুষ্টি, অধিনায়কত্ব বিতর্ক, এমনকি পারস্পরিক দ্বন্দ্ব, সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। বিষয়টি নিয়ে বিসিবি সরব হয়েছে বলে জানান আকরাম খান।
“আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবো। কারো কারণে যদি দলীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চার-পাঁচ দিনের মধ্যে সব বিভাগীয় ম্যানেজারদের ডেকে গাইডলাইন দেওয়া হবে। কাজ করতে না পারলে ভবিষ্যতে তারা দায়িত্ব পাবেন না,” সাফ জানিয়ে দেন এই বোর্ড কর্মকর্তা।