বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৫:৪৩

আপডেট: ২৯ জুলাই, ২০২৫ ১৫:৪৫

শেয়ার

বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন তামিম ইকবাল
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত।

জাতীয় দলকে আগেই বিদায় জানিয়েছেন, তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকের পর থেকেই মাঠের বাইরে তিনি। এরপর আর কোনো ম্যাচ বা অনুশীলনে দেখা যায়নি বাংলাদেশের এই কিংবদন্তি ওপেনারকে। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জেগেছিল - তামিম কি তবে আর ফিরছেন না?

 

তবে এবার সেই জল্পনায় নিজেই ইতি টানলেন তামিম। জানালেন, বিপিএল দিয়েই ফিরছেন ব্যাট হাতে। শুধু ফিরছেনই না, ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন প্রস্তুতিও।

 

‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে কাজ করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। তবে চেষ্টা করব বিপিএল থেকেই ফেরার,’ বলেছেন তামিম।

 

বিপিএলের গত দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। স্বাভাবিকভাবেই শুধু ফেরা নয়, মাঠে ফিরতে হবে পুরোপুরি প্রস্তুত হয়ে। সে লক্ষ্যেই এনসিএলে ২-৩টি ম্যাচ খেলার কথাও ভাবছেন তিনি।

 

তবে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ক্রিকেট ক্যারিয়ার যে দীর্ঘদিন টানার সুযোগ নেই, সেটি বুঝছেন তামিম নিজেও। তাই ‘অবসর’ শব্দটা ঘুরেফিরে আসছেই। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। ‘এই বছরটা একটু চেষ্টা করে দেখি, কেমন লাগে সেটা দেখে সিদ্ধান্ত নেব,’ বললেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

 

এরই মধ্যে আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তামিম ইকবাল। ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছিল তার। তবে এটিকে এখনও পেশা হিসেবে নিতে চাননি, যদিও ভবিষ্যতে সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

 

‘এটা নিয়ে খুব বেশি ভাবিনি। সামনেও ধারাভাষ্য করতে পারি। যদি মনে হয় এটা আমার পেশা হতে পারে, তাহলে মন দিয়ে করব। তবে ধারাভাষ্য করা সহজ না। প্রথমবার শুনে অনেকের ভালো লেগেছে, কিন্তু বারবার শুনলে নাও লাগতে পারে। তাই এটা যদি করতেই হয়, সিরিয়াসলি নিতে হবে,’ জানান তামিম।

 

মাঠের বাইরে থেকেও নানা আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এবার নিজেই জানালেন ফেরার কথা। তবে এই ফেরা কেবল বিপিএলের জন্য, নাকি আরও বড় কোনো পরিকল্পনার অংশ—তা সময়ই বলে দেবে।