এনসিএল টি-টোয়েন্টিতে বিদেশিদের আগমন, তিন ভেন্যুতে জাঁকজমক আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ১৬:৪৩
আপডেট: ২৮ জুলাই, ২০২৫ ১৬:৪৮
শেয়ার
এনসিএল টি-টোয়েন্টি ২০২৪-২৫ আসরের ট্রফি নিয়ে ৮ দলের ক্যাপ্টেন। ছবি: সংগৃহীত।
১৪ বছর পর ফিরে এসে আলোচনায় ছিল এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এবার আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হতে যাচ্ছে দেশের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আর এবারের আসরে থাকছে বেশ কিছু নতুনত্ব—যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, এবারের আসরে প্রতি দলে একজন কিংবা দুজন বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা করছে বোর্ড। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তবে ক্লাবগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে বিদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে এনসিএলের মাঠে। লক্ষ্য একটাই—টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা, ঘরোয়া ক্রিকেটারদের জন্য তৈরি করা আরও চ্যালেঞ্জিং পরিবেশ।
এদিকে, এবারের আসরেও আগের মতো ৮টি দল অংশ নিচ্ছে। তবে ভেন্যুতে থাকছে বড় পরিবর্তন। গতবারের মতো কেবল সিলেটে সীমাবদ্ধ থাকছে না এনসিএল টি-টোয়েন্টি। এবার আরও দুটি ভেন্যু যুক্ত হচ্ছে টুর্নামেন্টে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, "গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটা নিশ্চিত, তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।"
জাতীয় দলের মূল স্কোয়াড তখন এশিয়া কাপে অংশ নিতে থাকবে সংযুক্ত আরব আমিরাতে। ফলে এবারের এনসিএলে জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণদের জন্য থাকবে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ। বিসিবি আশাবাদী, এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাকের আলী, শামীম পাটোয়ারি কিংবা তানজিম সাকিবরা।
ঘরোয়া ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বিসিবির এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। বিদেশি ক্রিকেটার যোগ হলে টুর্নামেন্টে বাড়বে গতি ও উত্তেজনা, পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও পাবে আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের সঙ্গে খেলার অভিজ্ঞতা।
প্রতিযোগিতাটি আগের আসরে ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। এবারে তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় আসর আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক হবে বলেই মনে করছে ক্রিকেট সংশ্লিষ্ট মহল।