জাপানের কাছে হেরে বাংলাদেশের অপেক্ষা বাড়ল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪৯

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫০

শেয়ার

জাপানের কাছে হেরে বাংলাদেশের অপেক্ষা বাড়ল
জাপানের সামনে আজ দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। ভারতের রাজগিরীতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে ৬–১ গোলে হেরে যায় দলটি। ফলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নিয়েছে জাপান, আর বাংলাদেশকে এখন খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে–অফ সিরিজ।

 

পাকিস্তান রাজনৈতিক কারণে এশিয়া কাপে অংশ নেয়নি। তাই এশিয়ান হকি ফেডারেশন ষষ্ঠ স্থান পাওয়া বাংলাদেশের সঙ্গে তাদের প্লে–অফ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। জয়ী দল যাবে বিশ্বকাপ বাছাইয়ে, যেখানে এশিয়া কাপের রানার্সআপ থেকে পঞ্চম হওয়া চার দলও অংশ নেবে। তবে সেই প্লে–অফ সিরিজের ভেন্যু ও সময় এখনো ঘোষণা করা হয়নি। বিশ্বকাপ বাছাইপর্বের ফরম্যাটও চূড়ান্ত নয়।

 

জাপানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের শুরুটা আশাব্যঞ্জক হলেও শেষটা একেবারেই ব্যর্থতায় ভরা। প্রথম কোয়ার্টারে একাধিক আক্রমণ ও পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি লাল–সবুজরা। উল্টো জাপান তুলে নেয় দুই গোল। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি, তবে বিরতির পর তৃতীয় কোয়ার্টারে জাপান আরও দুইবার বল জালে জড়ায়।

 

শেষ কোয়ার্টারের শুরুতেই জাপান পঞ্চম গোল করে ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলে। বাংলাদেশের আমিরুল ইসলাম ফিল্ড গোল করে ব্যবধান কমান। কিন্তু মাত্র তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে জাপান। শেষ পর্যন্ত ৬–১ ব্যবধানে হেরে ষষ্ঠ স্থান নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।