শিরোনাম

কাজাখদের ৫-১-এ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ আজকের ম্যাচে। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে শীর্ষ ছয়ে থাকলেই বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট এমনটাই দীর্ঘদিন ধরে জানত বাংলাদেশ হকি ফেডারেশন। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে পাল্টে গেল হিসাব। পাকিস্তান নাম প্রত্যাহার করায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) হঠাৎই চালু করেছে বিশেষ নিয়ম। সেই নিয়মে শীর্ষ পাঁচ দল সরাসরি যাবে বাছাইপর্বে, আর ষষ্ঠ দলকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে–অফ।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বিস্মিতই হয়েছেন এই পরিবর্তনে। গণমাধ্যমকে তিনি বলেন, “আমরাও এত দিন জানতাম, শীর্ষ ছয়ের মধ্যে থাকলেই বিশ্বকাপ বাছাইয়ের সুযোগ মিলবে। কিন্তু এফআইএইচ থেকে পাওয়া সর্বশেষ চিঠিতে বলা হয়েছে, সরাসরি যেতে হলে অন্তত পঞ্চম হতে হবে। ষষ্ঠ হলে পাকিস্তানের সঙ্গে প্লে–অফ খেলতে হবে। চিঠিটা পড়ে মনটাই খারাপ হয়ে গেল।”
তার দাবি, পাকিস্তানের জন্যই বানানো হয়েছে এই ব্যতিক্রমী পথ। তিনি বলেন, “যেহেতু পাকিস্তান নিরাপত্তার কারণে ভারতে আসতে পারেনি, তাই তাদের সুযোগ করে দিতে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।”
এ অবস্থায় বাংলাদেশ দলের সামনে স্পষ্ট সমীকরণ পঞ্চম হতে হবে। এজন্য ৭ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচে জয় ছাড়া আর কোনো উপায় নেই। জিতলেই নিশ্চিত হবে সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ। হারলে ষষ্ঠ হয়ে অপেক্ষা করতে হবে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের প্লে–অফ সিরিজের।
লাল–সবুজ জার্সিধারীরা আজ (৪ সেপ্টেম্বর) অবশ্য লড়াইটা জিইয়ে রেখেছে। কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে বেঁচে আছে তাদের বিশ্বকাপের স্বপ্ন। এখন সবাই তাকিয়ে রোববারের (৭ সেপ্টেম্বর) জাপানের বিপক্ষে ম্যাচে।
আরও পড়ুন: