বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৮

আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৯

শেয়ার

বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল বাংলাদেশ
কাজাখস্থানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, যারা এশিয়া কাপে স্থান নির্ধারণী প্লে-অফে কাজাখস্তানকে ৫-১ গোলে পরাজিত করেছে। বাংলাদেশ শেষ মুহূর্তে এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল, কারণ পাকিস্তান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল। তড়িঘড়ি করে ভারত যাওয়া সেই দলটিই এখন ২০২৬ সালের বিশ্বকাপের স্বপ্ন দেখছে। কাজাখস্তানকে হারানোর মাধ্যমে তারা এশিয়া কাপে শীর্ষ ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে, যা বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণের জন্য একটি বড় ধাপ।

 

ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ কাজাখস্তানকে উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের হয়ে আশরাফুল ইসলাম ও রোমান সরকার দুটি করে গোল করেছেন এবং বাকি গোলটি করেছেন তৈয়ব আলী। প্রথম কোয়ার্টারে ১০ মিনিটের মাথায় আশরাফুলের গোলে বাংলাদেশ প্রথম লিড পায়। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল ও রোমান সরকার আরও দুটি গোল করে প্রথমার্ধে বাংলাদেশের স্কোরলাইন ৩-০ করেন। তৃতীয় কোয়ার্টারে রোমান তার দ্বিতীয় গোলটি করেন, এবং এর এক মিনিটের মধ্যেই তৈয়ব আলী গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। যদিও এর তিন মিনিট পর কাজাখস্তান একটি গোল শোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের আধিপত্য বজায় রাখে। এই জয়ের ফলে বাংলাদেশ এশিয়া কাপে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পেয়েছে, যেখানে তারা শনিবার জাপানের মুখোমুখি হবে। জাপান চায়নিজ তাইপেকে হারিয়ে এই ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে।

 

২০২৬ সালের আগস্টে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে যৌথভাবে অনুষ্ঠিত হবে ১৬ দলের হকি বিশ্বকাপ। স্বাগতিক হিসেবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস সরাসরি খেলার সুযোগ পেয়েছে। এছাড়া প্রো লিগের ফলাফল অনুযায়ী অস্ট্রেলিয়া ও স্পেনও সরাসরি যোগ্যতা অর্জন করেছে। মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা (প্যান আমেরিকা), জার্মানি (ইউরোপ) এবং নিউজিল্যান্ড (ওশেনিয়া) সরাসরি বিশ্বকাপ খেলবে। এশিয়া ও আফ্রিকার চ্যাম্পিয়নরাও সরাসরি সুযোগ পাবে।

 

বিশ্বকাপের বাকি ৭টি দল আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে চূড়ান্ত হবে। ১৬ দলের এই বাছাইপর্বের আয়োজক দেশ এখনো ঠিক হয়নি। এই বাছাইপর্বে এশিয়া কাপের দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী ৫টি দল, প্যান আমেরিকা কাপের শীর্ষ তিন দল (যুক্তরাষ্ট্র, কানাডা, চিলি), ইউরোপের সাতটি দল এবং আফ্রিকা কাপ অব নেশনসের রানার্সআপ দল অংশ নেবে। 

 

এই বাছাইপর্বে দুটি টুর্নামেন্ট হবে, যেখানে প্রতি টুর্নামেন্টের ৮টি করে দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। দুই টুর্নামেন্টের ফাইনালিস্ট এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের বিজয়ী সহ মোট ৬টি দল বিশ্বকাপের টিকিট পাবে। অবশিষ্ট একটি স্থান নির্ধারিত হবে দুই টুর্নামেন্টের চতুর্থ হওয়া দলগুলোর মধ্যে থেকে, যারা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবে।