কোরিয়ার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা সমাপ্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৬

শেয়ার

কোরিয়ার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা সমাপ্ত
শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হীরে বাংলাদেশের এশিয়া কাপ শেষ। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া, ১০বার অংশগ্রহণের মধ্যে ৫বার শিরোপা জয়ী। আজ (১ সেপ্টেম্বর) সেই দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরে বাংলাদেশ হকি দলের এশিয়া কাপ যাত্রা শেষ হল।

 

এই হারের ফলে পুল ‘বি’ থেকে শেষ চারে উঠে গেছে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। তবে বাংলাদেশের মূল লক্ষ্য এশিয়া কাপ নয়। পাকিস্তান না খেলার সুযোগে তারা পেয়েছিল বিশ্বকাপ বাছাইপর্বে খেলার পথ, এবং সেটিই এখন তাদের পাখির চোখ। তাই এবার পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী প্লে-অফেই শুরু হবে বাংলাদেশের আসল লড়াই।

 

আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারলেই বাংলাদেশ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ। পুল ‘বি’-তে তৃতীয় হওয়ায় বাংলাদেশের জায়গা নিশ্চিত, কিন্তু বাছাইপর্বের জন্য আরও একটি ম্যাচ জেতা আবশ্যক। সম্ভাব্য প্রতিপক্ষ পুল ‘এ’র চতুর্থ দল কাজাখস্তান। ৪ সেপ্টেম্বর সেই ম্যাচে জিতলেই বাংলাদেশ নিশ্চিত করবে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা এবং পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের সুযোগও পাবে।

 

ভারতের রাজগিরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়াম-এ শুরু থেকেই দক্ষিণ কোরিয়া আক্রমণাত্মক খেলে। প্রথম কোয়ার্টারে মাত্র ১১ মিনিটে ২ গোল হজম করে বাংলাদেশ। সন ডেইনের জোড়া গোলকে সামলাতে হিমশিম খেতে হয় বিপ্লব কুজুরদের। ১৩তম মিনিটে পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ তা কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারে বল দখলে কিছুটা প্রতিরোধ দেখালেও শট রাখতে পারেনি বাংলাদেশ।

 

দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ঝড় অব্যাহত রাখে দক্ষিণ কোরিয়া। লি সেউংউ ১৬ মিনিটে তৃতীয়, ২১ মিনিটে চতুর্থ গোলের দেখা দেয়। চার গোলের ব্যবধান থাকলেও মশিউর রহমানের দল চেষ্টা চালিয়ে যায়। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সোহানুর রহমান প্রথম গোলটি করেন। ২৯ মিনিটে ব্যবধান কমানোর আরেকটি সুযোগ থাকলেও তা কাজে আসে না।

 

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের প্রতিরোধ কিছুটা কার্যকর হলেও চতুর্থ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরও একটি গোল করলে ম্যাচ শেষ হয় ৫-১ ব্যবধানে।

 

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার শক্তি ও দক্ষতা স্পষ্ট। র‍্যাঙ্কিংয়ে তারা ১৫তম অবস্থানে, আর বাংলাদেশের পাঁচটি পূর্বের ম্যাচে তারা কোনও জয় পায়নি। সেই পাঁচ ম্যাচে হজম করা গোলের সংখ্যা ৩২।

 

অন্যদিকে, এই হারের মধ্যেও বিশ্বকাপ বাছাইপর্বের সম্ভাবনা জীবিত রয়েছে। কাজাখস্তানের বিপক্ষে ৪ সেপ্টেম্বর জেতার জন্যই এখন পুরো মনোযোগ বাংলাদেশের।