চাইনিজ তাইপেকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৫:৫৪

আপডেট: ৩০ আগস্ট, ২০২৫ ১৬:৩৮

শেয়ার

চাইনিজ তাইপেকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদশ
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশের উল্লাস। ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার বিপক্ষে হারের হতাশা কাটিয়ে এশিয়া কাপ হকিতে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রেজাউল ইসলাম বাবুর দল।

 

রাজগিরে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। ৪ মিনিটেই মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ১০ ও ১৮ মিনিটে টানা দুটি গোল করে চাইনিজ তাইপে পাল্টা চাপ সৃষ্টি করে লিড নেয়। ২৬ মিনিটে ফিল্ড গোল থেকে সমতায় ফেরে বাংলাদেশ।

 

এরপর তৃতীয় কোয়ার্টার থেকেই ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলামের টানা দুটি গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। ৪৫ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করলে স্কোর দাঁড়ায় ৬-২।

 

শেষ কোয়ার্টারে আরও দুটি গোল যোগ হয় বাংলাদেশের ঝুলিতে। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে গোল করেন, দুই মিনিট পর আশরাফুল নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের অষ্টম গোলটি উপহার দেন। শেষ মুহূর্তে চাইনিজ তাইপে আরেকটি গোল করলেও তাতে কেবল হার কিছুটা শোভন হয়।

 

এই ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম, রাকিবুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ। বাকিগুলো করেছেন সোহানুর রহমান সবুজ ও রেজাউল ইসলাম বাবু।

 

গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী পরশু (১ সেপ্টেম্বর) শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।