এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৭:২৬

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৮:৩০

শেয়ার

এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারত গেল বাংলাদেশ 
কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বাংলাদেশ হকি দল।

২৪ সদস্যের বাংলাদেশ জাতীয় হকি দল আজ (২৬ আগস্ট) সকালে কলকাতা হয়ে ভারতের বিহারের উদ্দেশে রওনা দিয়েছে। সেখানেই আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে এএইচএফ মেনস হকি এশিয়া কাপ।

 

গত এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এএইচএফ কাপে তৃতীয় স্থান অর্জন করায় সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা পায়নি বাংলাদেশ। তবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সরে দাঁড়ানোয় শেষ মুহূর্তে সুযোগ মেলে লাল-সবুজের ছেলেদের।

 

প্রস্তুতি হিসেবে চলতি মাসে দলটি ১৪ দিনের অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছে। তার আগে জুলাইয়ে হয়েছিল ১২ দিনের ফিটনেস ক্যাম্প। তবে এপ্রিলের পর থেকে কোনো ঘরোয়া প্রতিযোগিতা না থাকায় খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস নিয়ে শঙ্কা রয়েই গেছে।

 

তবুও প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব আশাবাদী, “ছেলেরা শেষ ১৪ দিনে সর্বোচ্চ চেষ্টা করেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই কিছু ভালো করবে।”

 

এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে পুল ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। আজ রাতে বিহারে পৌঁছাবে দলটি; কলকাতা থেকে সড়কপথেই যাত্রা সম্পন্ন হবে।

 

ম্যাচের আগে আরও দুটি অনুশীলন সেশন করার সুযোগ পাবে বাংলাদেশ। এছাড়া আগামীকাল (২৭ আগস্ট) কাজাখস্তানের বিপক্ষে দুটি কোয়ার্টারের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। এরপর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মালয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।