শিরোনাম

শেষ মুহূর্তে এশিয়া কাপে বাংলাদেশ, চলছে জোরদার প্রস্তুতি। ছবি: সংগৃহীত।
ইন্দোনেশিয়ায় গত এপ্রিলে অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে তৃতীয় স্থান অর্জন করায় ২০২৫ সালের এএইচএফ এশিয়া কাপে খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ জাতীয় হকি দল। তবে ভাগ্যের পরিহাসে হঠাৎই খুলে গেল নতুন দুয়ার। আসর শুরুর মাত্র দশ দিন আগে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করে নিলে লাল-সবুজরা সরাসরি জায়গা পেয়ে যায় মহাদেশীয় এই আসরে। আগামী ২৮ আগস্ট ভারতের বিহারে বসতে যাচ্ছে এশিয়া কাপ হকির আসর, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ এখন নিশ্চিত।
শেষ মুহূর্তের ডাক এলেও বাংলাদেশ হকি দল পিছিয়ে নেই প্রস্তুতিতে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে প্রতিদিনই চলছে নিবিড় অনুশীলন। বিকেলের দীর্ঘ ছায়ায় পাশের জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলে উঠলেও মাঠে অনবরত ঘাম ঝরাচ্ছেন খেলোয়াড়রা। বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে পেনাল্টি কর্নার রূপান্তরে, কারণ বড় টুর্নামেন্টে এ জায়গাতেই বেশি পার্থক্য গড়ে দেয় ম্যাচ।
বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) আগে থেকেই এমন সম্ভাবনার আভাস পেয়েছিল বলেই জুলাইয়ে আয়োজন করেছিল ১২ দিনের ফিটনেস ক্যাম্প। এরপর ১০ আগস্ট শুরু হয় দ্বিতীয় ধাপের ক্যাম্প, যা এখন মূলত এশিয়া কাপের প্রস্তুতির পাশাপাশি আসন্ন এসএ গেমসকেও সামনে রেখে সাজানো হয়েছে। লক্ষ্য একটাই, অপ্রত্যাশিত এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করা।
প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব গণমাধ্যমকে জানান, “খেলোয়াড়রা শুরু থেকেই এশিয়া কাপ খেলার মানসিক প্রস্তুতি নিয়ে অনুশীলন শুরু করেছিল। তারা ভেতরে ভেতরে বিশ্বাস করছিল যে সুযোগ আসবেই। এখন সেটি মিলেছে, তাই সবাই সর্বোচ্চটা দিতে চাইছে।”
তবে বাস্তবতা হলো, শারীরিক প্রস্তুতিতে কিছুটা ঘাটতি আছে। অধিকাংশ খেলোয়াড় সেবা সংস্থার হয়ে খেলায় ফিটনেসের ওপর কাজ করার সুযোগ কম ছিল। সাম্প্রতিক ফিটনেস পরীক্ষায়ও কাঙ্ক্ষিত মানে পৌঁছানো যায়নি। কিন্তু কোচিং স্টাফ জোর দিচ্ছেন দক্ষতা উন্নয়নে, বিশেষ করে পেনাল্টি কর্নার নিয়ে চলছে বাড়তি অনুশীলন। বিপ্লব বলেন, “শারীরিক প্রস্তুতি যেমন জরুরি, তেমনি মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ। মানসিকভাবে তৈরি থাকলে বড় টুর্নামেন্টে দল প্রতিদ্বন্দ্বিতার মনোভাব ধরে রাখতে পারে।”
২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছে অনূর্ধ্ব–২১ দলের ১০ জন খেলোয়াড়, যারা সামনে জুনিয়র বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে চারজন ইতিমধ্যেই সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে। আজ ঘোষণা হওয়ার কথা ২০ সদস্যের চূড়ান্ত দল।
বিএইচএফের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, সরকারের অনুমোদন পাওয়ার পর আজই ভারতের ভিসার আবেদন করা হবে। সবকিছু পরিকল্পনামাফিক হলে ২৬ আগস্ট কলকাতার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।
আরও পড়ুন: