বিশ্বকাপে ফ্রান্স-অস্ট্রেলিয়াকে চমকে দিতে চান ডাচ কোচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৯:৫৭

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ২০:৩২

শেয়ার

বিশ্বকাপে ফ্রান্স-অস্ট্রেলিয়াকে চমকে দিতে চান ডাচ কোচ
বাংলাদেশের হকিতে জাগরণ ঘটাতে চান ডাচ কোচ সিগফ্রিড আইকম্যান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হকির যুব দলকে ঘিরে এবার নতুন আশার সঞ্চার করেছে নেদারল্যান্ডসের কোচ সিগফ্রিড  আইকম্যানের আগমন। অভিজ্ঞ এই ইউরোপীয় কোচ হকি বিশ্বের পরিচিত নাম, যার এশিয়ায় কাজের অভিজ্ঞতা প্রায় দেড় যুগ। পাকিস্তান, জাপান ও ওমানে কাজ করার পর এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের হাল ধরছেন তিনি, যাদের সামনে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলতে যাওয়ার ঐতিহাসিক সুযোগ।

 

আজ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে হাজির করা হয় আইকম্যানকে। হকি ফেডারেশন জানায়, সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন ডাচ এই কৌশলবিদ। যদিও এই সপ্তাহেই তিনি ঢাকা ছাড়বেন, আগস্ট মাসজুড়ে কাজ চালিয়ে যাবেন দেশীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের মাধ্যমে।

 

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ বেশ শক্তিশালী। অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কোরিয়া তিনটি বিশ্বমানের দলের বিপক্ষে মাঠে নামবে তরুণরা। বাস্তবতা মেনে চলা কোচ আইকম্যান বলেন, “আমরা জানি আমাদের অবস্থান কোথায়, তবে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চমক সৃষ্টি করতে চাই। উন্নত ফিটনেস, স্মার্ট হকি ও সাহসী পরিকল্পনা নিয়ে মাঠে নামব।”

 

হকি এখন দ্রুত বদলে যাওয়া খেলাগুলোর একটি। এই পরিবর্তনের ছাপ নিজের ভেতরেও অনুভব করেন আইকম্যান, “গত বছর যা করতাম, এখন সেগুলোই পুরনো লাগে। নিজেকে আপডেট রাখতে হয় প্রতিনিয়ত।”

 

তরুণদের নিয়ে কাজ করার এই অভিজ্ঞতা তার কাছে শুধু কোচিং নয়, এক ধরনের ‘ডেভেলপমেন্ট মিশন’। বিকেএসপির মেধাবী খেলোয়াড়দের নিয়ে গঠিত দলে তিনি সম্ভাবনার ছাপ দেখছেন।

 

ক্যাম্পে আছেন এখনো ৪০ জন খেলোয়াড়। সেপ্টেম্বর থেকে সেই সংখ্যা কমিয়ে ৩০-এর নিচে নামিয়ে আনা হবে। এরপর ইউরোপ ও পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা নিয়েছে হকি ফেডারেশন। জার্মানি ও নেদারল্যান্ডসে ছয়টি ম্যাচ এবং পাকিস্তানে চারটি ম্যাচ খেলতে চায় দল।

 

তবে এসব পরিকল্পনার বাস্তবায়নে লাগছে বড় বাজেট। হকি ফেডারেশন ইতোমধ্যে পাঁচ কোটি টাকার প্রাথমিক বাজেট করেছে। ইউএস বাংলা এয়ারলাইন্স ও যমুনা ব্যাংকের সহায়তায় দুই মাসের ক্যাম্পের খরচের এক-তৃতীয়াংশ সংস্থান হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জানান, “আজ আমরা মন্ত্রণালয়ে বৈঠক করেছি। তারা সহায়তার আশ্বাস দিয়েছে।”

 

বাংলাদেশ হকির এ মিশন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও, এগিয়ে চলার সংকেত দিচ্ছে। অভিজ্ঞ ডাচ কোচের উপস্থিতি, পরিকল্পিত ক্যাম্প, বিদেশ সফর আর বাস্তববাদী লক্ষ্য ঠিক রেখে বিশ্বকাপের যাত্রা নতুন আলো ছড়াতে পারে।