যুব হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের, আসছে ডাচ কোচ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ০০:০২

আপডেট: ২৭ জুলাই, ২০২৫ ০০:০২

শেয়ার

যুব হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের, আসছে ডাচ কোচ 
আসন্ন অনুর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু। ছবি: সংগৃহীত।

আসন্ন যুব হকি বিশ্বকাপকে সামনে রেখে ৪৫ জন খেলোয়াড়ের প্রাথমিক স্কোয়াড নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। বৃহস্পতিবার (২৬ জুলাই) মিরপুরে দলের রিপোর্টিংয়ের মাধ্যমে শুরু হয় এই ক্যাম্প। আপাতত স্থানীয় দুই কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের অধীনে চলবে অনুশীলন। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন বিদেশি কোচ, ডাচ নাগরিক সিগফ্রিড অকম্যান।

 

২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কোয়ালিফায়ারে অংশ নিয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। দেশে ফিরে দলের এই অর্জন উদযাপন করে হকি ফেডারেশন। সেই সঙ্গে বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি, সুযোগ-সুবিধা এবং ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ঘরোয়া লিগ শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সাত মাস কেটে গেলেও মাঠে গড়ায়নি লিগ, অনুশীলনে নামেনি দলও।

 

অবশেষে বিশ্বকাপ শুরুর প্রায় চার মাস আগে মাঠে গড়াল প্রস্তুতি ক্যাম্প। তবে শুধু ক্যাম্প নয়, প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনাও নিয়েছে হকি ফেডারেশন। জানা গেছে, এশিয়া ও ইউরোপের একাধিক দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় তারা। এরই মধ্যে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছে, যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি।

 

সবকিছু নির্ভর করছে নতুন কোচের পরিকল্পনার ওপর। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, “নতুন কোচ এলে পুরো প্রস্তুতি পরিকল্পনা তার মতামত অনুযায়ী সাজানো হবে।”

 

সিগফ্রিড অকম্যান এর আগে ওমান জাতীয় হকি দলের সঙ্গে কাজ করেছেন। বাংলাদেশ যুব দলের সঙ্গে তার যোগ দেওয়া প্রায় নিশ্চিত বলেই জানিয়েছে ফেডারেশন।