এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১৭:৫৪

শেয়ার

এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ
ব্রোঞ্জ পদক অর্জন করে উল্লসিত বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৮ নারী হকির এশিয়া কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক অর্জন করলো বাংলাদেশ দল। চীনের দাঝুতে রোববার অনুষ্ঠিত এই ম্যাচে আইরিন রিয়া হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন, সঙ্গে এক গোল করে শারিকা রিমন, কনা আক্তার ও রাইসা রিশি।


বাংলাদেশের মেয়েরা পুল পর্বে শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলে হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচে উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেরা চার দল হিসেবে শেষপর্যায়ে উঠে আসে। 


টপ-ফোর পুলে চীনের কাছে ৯-০ গোলে বড় ব্যবধানে হার ও কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র হলেও তারা শেষ ম্যাচে সেই কাজাখস্তানকে পরাজিত করে ইতিহাস গড়েছে।


একই দিনে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ হকি দল মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে।