শিরোনাম
.jpg)
ফাইল ছবি: এশিয়ান হকি ফেডারেশন ফেইসবুক
প্রথম কোয়ার্টারেই দুই গোল করে দাপট দেখিয়েছে বাংলাদেশ। এরপর তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও আত্মবিশ্বাসী লাল-সবুজদের থামাতে পারেনি চীন। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে টানা তিন জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল।
রোববার চীনের দাঝুতে অনুষ্ঠিত পুল-এ’র তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা।
এর আগে হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় ১৩-০ ব্যবধানে।
চীনের বিপক্ষে সপ্তম মিনিটেই ফিল্ড গোল করেন ইসমাইল। এরপর বিশাল আহমেদের দুর্দান্ত হিটে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই খেলেছে রক্ষণভাগ সামলে রাখার লড়াইয়ে, হয়নি কোনো গোল।
তবে তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিক চীন। তারা একটি গোল শোধ করে ব্যবধান কমায়। তবে দ্রুতই জবাব দেয় বাংলাদেশ—জনি ইসলাম, ইসমাইল ও অমিত হাসানের তিনটি গোলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।
চতুর্থ কোয়ার্টারে আরেকটি গোল করে ব্যবধান কিছুটা কমালেও ম্যাচে ফিরতে পারেনি চীন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আত্মবিশ্বাসের সঙ্গেই।
পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। পুল পর্বে সেটাই হতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় পরীক্ষা। এই ম্যাচে জিতলে সেমি-ফাইনালের পথ হয়ে উঠবে আরও উজ্জ্বল।
আরও পড়ুন: