শিরোনাম
.jpg)
জোড়া গোলে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দ্বীন ইসলাম। ছবি: হকি ফেডারেশন
চীনের দাঝুতে শুরু হয়েছে এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেখানে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। বৃহস্পতিবার টুর্নামেন্টের পুল-এ’র প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা।
দলের জয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন দ্বীন ইসলাম। ২০তম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। এরপর ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ম্যাচে দ্বীনের ধারালো উপস্থিতি ছিল নজরকাড়া।
দ্বিতীয়ার্ধে ৪৩তম মিনিটে অমিত হাসান পেনাল্টি কর্নার থেকে গোল করে হংকংয়ের বিপক্ষে ব্যবধান ৩-০ করেন, যা ছিল ম্যাচের শেষ গোল। গোলরক্ষক ও রক্ষণভাগের শক্ত পারফরম্যান্সে হংকং কোনো প্রতিআক্রমণই দাঁড় করাতে পারেনি।
এই জয়ে পুল-এ’র পয়েন্ট তালিকায় ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ—চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
জয় দিয়ে শুরু হলেও এখনই আত্মতুষ্ট নয় কোচিং স্টাফ ও খেলোয়াড়রা। লক্ষ্য, প্রথমবারের মতো শিরোপা জেতা। শক্ত প্রতিপক্ষ পাকিস্তান ও স্বাগতিক চীনের বিপক্ষে লড়াই হবে সেই স্বপ্নের বড় পরীক্ষা।
আরও পড়ুন: