শিরোনাম

আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাই গলফার জিনো থিতিকুল। ছবি: সংগৃহীত।
থাইল্যান্ডের গলফ তারকা জিনো থিতিকুল দ্বিতীয়বারের মতো বিশ্বের এক নম্বর নারী গলফারের আসন দখল করলেন। সোমবার প্রকাশিত রোলেক্স উইমেনস ওয়ার্ল্ড গলফ র্যাংকিংসে ২২ বছর বয়সী এই গলফার এক ধাপ উপরে উঠে সরাসরি টপ পজিশনে চলে যান, পেছনে ফেলেন দীর্ঘদিন শীর্ষে থাকা আমেরিকান নেলি কোর্দাকে।
কোর্দা ২০২৪ সালের ২৫ মার্চ থেকে নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছিলেন, যা শেষ হলো প্রায় সাড়ে চার মাস পর। জিনো প্রথমবার বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন ২০২২ সালের ৩১ অক্টোবর, এবং টানা দুই সপ্তাহ সেখানে ছিলেন। তাঁর আগে কেবল আরেক থাই গলফার, আরিয়া জুটানুগার্ন, এই সাফল্য পেয়েছিলেন।
শীর্ষে ফেরার পর জিনো আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আমি ভীষণ কৃতজ্ঞ, জীবনে দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর হতে পারায়। এটা শুধু আমার জন্য নয় আমার পরিবার, আমার টিম, বন্ধু এবং থাইল্যান্ডসহ সারা বিশ্বের ভক্তদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। প্রতি সপ্তাহে অসাধারণ সব গলফারদের বিপক্ষে খেলতে হয়, তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে গলফের এক শক্তিশালী প্রতিনিধি হতে পারি।"
চলতি মৌসুমে এলপিজিএ ট্যুরে দুর্দান্ত সময় কাটাচ্ছেন জিনো। আটটি টপ-১০ ফিনিশের মধ্যে আছে মিজুহো আমেরিকাস ওপেনে মে মাসের শিরোপা জয়। পাশাপাশি দুটি মেজর টুর্নামেন্টেও উজ্জ্বল পারফরম্যান্স করেছেন জিনো। গেল জুন মাসে কেপিএমজি উইমেনস পিজিএ চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান এবং গত মাসের আমুন্ডি এভিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রেস কিমের বিপক্ষে প্লে-অফে হেরে রানার্স-আপ হন জিনো।
তবে মৌসুমের সর্বশেষ মেজর, এআইজি উইমেনস ওপেনে তিনি শেষ করেছেন যৌথভাবে ৩০তম স্থানে। অন্যদিকে, কোর্দা সেই টুর্নামেন্টে হয়েছেন যৌথভাবে ৩৬তম এবং এখনো ২০২৫ মৌসুমে প্রথম শিরোপার খোঁজে আছেন, যদিও গত বছর জিতেছিলেন সাতটি শিরোপা।
কোর্দার এই পতনে শেষ হলো তাঁর ১৭ মাসব্যাপী একটানা নাম্বার ওয়ান অবস্থান, যা তাঁকে রোলেক্স র্যাংকিংয়ে মোট ১০৮ সপ্তাহ শীর্ষে থাকার মাইলফলকে পৌঁছে দিয়েছে মাত্র ছয়জন নারী গলফারের এই সেঞ্চুরি ক্লাবে প্রবেশ সম্ভব হয়েছে।
দ্বিতীয়বার শীর্ষে ফেরা জিনোর জন্য এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং থাই গলফের জন্যও আরেকটি গর্বের মুহূর্ত। এখন সামনে তাঁর লক্ষ্য এই অবস্থান ধরে রাখা এবং মৌসুমের বাকি টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখা।
আরও পড়ুন: