ইতিহাস গড়ে ব্রিটিশ উইমেন্স ওপেন জিতলেন ইয়ামাশিতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৭:৪১

শেয়ার

ইতিহাস গড়ে ব্রিটিশ উইমেন্স ওপেন জিতলেন ইয়ামাশিতা
তৃতীয় জাপানি নারী হিসেবে উইমেন্স ওপেন জিতলেন মিয়ু ইয়ামাশিতা। ছবি: সংগৃহীত।

মিয়ু ইয়ামাশিতা অবশেষে পেলেন কাঙ্ক্ষিত স্বীকৃতি। স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) রুদ্ধশ্বাস এক ফাইনাল রাউন্ডে দারুণ ঠান্ডা মাথার প্রদর্শনীতে ইংল্যান্ডের চার্লি হালকে হারিয়ে ব্রিটিশ উইমেন্স ওপেন জিতে নিলেন ২৪ বছর বয়সী এই জাপানি গলফার।

 

দুই আন্ডার পার স্কোর (৭০) করে চূড়ান্ত রাউন্ড শেষ করেন ইয়ামাশিতা। পুরো টুর্নামেন্টে তাঁর স্কোর দাঁড়ায় ১১ আন্ডার। হাল ও মিনামি কাতসু টুর্নামেন্ট শেষ করেন ৯ আন্ডারে, অর্থাৎ বিজয়ী থেকে মাত্র দুই শট দূরে।

 

এটাই ইয়ামাশিতার ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি। তবে এই জয় হুট করে আসেনি গত দুই বছর ধরেই উইমেন্স পিজিএ চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকভাবে সেরা দশে ছিলেন তিনি। এই জয় ছিল যেন অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত পরিণতি।

 

তৃতীয় রাউন্ডে সাত আন্ডার পার (৬৫) করে লিড নেন ইয়ামাশিতা, যেটি ধরে রাখেন শেষ পর্যন্ত। যদিও দক্ষিণ কোরিয়ার আ লিম কিম ও ইংল্যান্ডের হাল বেশ চাপ তৈরি করেছিলেন। বিশেষ করে হাল শনিবার ৬৬ স্কোর করে একেবারে টাইটলে ধরা দেন।

 

ফাইনাল দিনে ইয়ামাশিতা ও হাল উভয়ই প্রথম নয় হোলে তিন আন্ডারে খেলেন। হাল তখন মাত্র এক শট পিছিয়ে। তবে ১৬ ও ১৭ নম্বর হোলে টানা দুই বোগি করে চাপে পড়েন হাল। অন্যদিকে ইয়ামাশিতা দুর্দান্ত এক পার-পাট করেন ১৪ নম্বরে, যেটি হয়ে ওঠে তাঁর জয়ের টার্নিং পয়েন্ট।

 

১৮ নম্বর হোলের আগে জানা ছিল, বোগি করলেও জয় নিশ্চিত। প্রথম দুই শটে রাফে পড়লেও ঘাবরাননি ইয়ামাশিতা। ঠাণ্ডা মাথায় গ্রিনে চিপ করে সহজ এক পার নিশ্চিত করেন। এর মাধ্যমে হয়ে গেলেন তৃতীয় জাপানি নারী যিনি উইমেন্স ওপেন জিতলেন।

 

পুরস্কার বিতরণীতে একজন অনুবাদকের মাধ্যমে ইয়ামাশিতা বলেন, “এত ঐতিহাসিক এক আসরে জয় পাওয়া এক অসাধারণ অনুভূতি। এই মুহূর্তের অংশ হতে পারা আমার জন্য অনেক বড় কিছু।”

 

এই জয়ের সুবাদে ইয়ামাশিতা পেয়েছেন ১৪.৬২ মিলিয়ন ডলারের বিশাল অংকের প্রাইজমানি।