জন্মদিনে উইমেন’স ওপেনের শীর্ষে থেকেও নিশ্চিন্ত নন ইয়ামাশিতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৯:৪০

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৯:৫৮

শেয়ার

জন্মদিনে উইমেন’স ওপেনের শীর্ষে থেকেও নিশ্চিন্ত নন ইয়ামাশিতা
এক শটের ব্যবধানে এগিয়ে উইমেন্স ওপেনের শীর্ষে মিয়ু ইয়ামাশিতা। ছবি: সংগৃহীত।

জন্মদিনে হয়তো একটু মধুর ছোঁয়া আশা করেছিলেন মিয়ু ইয়ামাশিতা। তবে রয়্যাল পোর্থকলে শনিবার (২ আগস্ট) উইমেনস ওপেনের তৃতীয় রাউন্ডটা তাঁর জন্য হয়ে উঠল এক জটিল পরীক্ষার মঞ্চ। জাপানি এই গলফার তবু নিজের জায়গাটা ধরে রেখেছেন শীর্ষে যদিও লিডটা এখন অনেকটাই সঙ্কুচিত।

 

গতকাল সাত আন্ডার পার ৬৫ স্ট্রোকে দুর্দান্ত খেলেই তিন শটের লিড নিয়েছিলেন ২৪-এ পা রাখা ইয়ামাশিতা। তবে শনিবার তাঁর খেলা ছিল বেশ জড়তা ভরা। চারটি বোগির কারণে রাউন্ড শেষ করেন দুই ওভার পার ৭৪ স্ট্রোকে। এখন তাঁর মোট স্কোর নয় আন্ডার। ঠিক পেছনে, এক শট দূরত্বে দক্ষিণ কোরিয়ার কিম আ-লিম, যিনি আজ দুর্দান্ত খেলেছেন পাঁচ বার্ডির পারফেক্ট রাউন্ডে (৬৭)। তৃতীয় স্থানে রয়েছেন আমেরিকান আন্দ্রেয়া লি, যাঁর স্কোর আট আন্ডার।

 

খেলার পর ইয়ামাশিতা বলেন, “আজ একটু নার্ভাস লাগছিল। বাতাসও ছিল বিরক্তিকর। আমার খেলার ছন্দটা পাচ্ছিলাম না। সত্যি বলতে, কিছু শট একেবারেই ঠিকঠাক হচ্ছিল না। তবে কালকের দিনটা আমি এক এক করে শটের দিকেই মনোযোগ দিবো।”

 

দিনটা শুরুতেই জটিল হয়ে ওঠে ইয়ামাশিতার জন্য। পঞ্চম হোলে ২৪ হোল পর প্রথম বোগি করেন তিনি। পরের হোলে, বাঙ্কারে পড়েও চমৎকারভাবে সেখান থেকে বেরিয়ে পার বাঁচান। তবে দশম হোলে আরেকটি বোগি করে লিড এক শটে নামিয়ে আনেন। যদিও এরপর ১১ ও ১২ নম্বর হোলে পরপর বার্ডি করে আবার লিড বাড়ান তিন শটে। কিন্তু আবার ধাক্কা খান পরবর্তী দুই হোলে।

 

দিনের সবচেয়ে আলোচিত শট আসে ১৭ নম্বর হোলে, যেখানে ৩৫ ফুট দূর থেকে বাঙ্কার পেরিয়ে পারের জন্য দুর্দান্ত একটি পাট করেন তিনি।

 

ইংল্যান্ডের চার্লি হাল ছিলেন অন্য আলোচনায়। সাতটি বার্ডি নিয়ে ৬৬ স্ট্রোকে রাউন্ড শেষ করে যৌথ চতুর্থ স্থানে উঠে আসেন। তাঁর এক শট প্রায় লাগতে যাচ্ছিল অস্ট্রেলিয়ান মিনজি লিয়ের গায়ে, অল্পের জন্য বেঁচে যান তিনি। এই ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্যও তৈরি হয়।

 

শেষ হোলটিতে আট ফুট দূরের বার্ডি মিস করে হাল আট আন্ডারে উঠতে পারেননি, থেমেছেন ছয় আন্ডারে।

 

বিশ্বসেরা নেলি কর্ডা অবশ্য রীতিমতো হতাশ। তাঁর চারটি বোগি আর ৭৪ স্ট্রোকের রাউন্ডে অবস্থান নেমে এসেছে সমান পারে, অবস্থান ৩৬তম।

 

রবিবার ফাইনাল রাউন্ডে উত্তেজনা তুঙ্গে পৌঁছাবে বলেই মনে করা হচ্ছে। ইয়ামাশিতা কি পারবেন চাপ সামলে শিরোপা ধরে রাখতে? তা-ই এখন দেখার বিষয়।