জুনিয়র রাইডার কাপ দলে জায়গা পেতে ব্যর্থ চার্লি উডস। ছবি: সংগৃহীত।
চার্লি উডসের জুনিয়র রাইডার কাপে খেলার স্বপ্ন আপাতত ধূলিসাৎ। জুনিয়র পিজিএ চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৩ ওভার ৭৪ করে তিনি দুইটি অটোমেটিক কোয়ালিফাইং স্পটের একটিতেও জায়গা করে নিতে ব্যর্থ হন।
টাইগার উডসের ১৬ বছর বয়সী ছেলে প্রতিযোগিতার শেষ দিনে বার্ক বয়লারমেকার গলফ কমপ্লেক্সের অ্যাকারম্যান-অ্যালেন কোর্সে খেলতে নামেন দ্বিতীয় স্থানে যৌথভাবে থেকে, তিন দিনের শেষে তার স্কোর ছিল ১২ আন্ডার পার। কিন্তু শুক্রবারের রাউন্ডে কখনোই নিজের ছন্দে ফিরতে পারেননি তিনি। প্রথম নয়টি হোল তিনি কাটান ইভেন পার এ, এরপর ১৪তম হোলে এক বোগি এবং ১৫তম হোলে ডাবল বোগি করে স্কোর বোর্ডে পিছিয়ে পড়েন।
সব মিলিয়ে তার চূড়ান্ত স্কোর দাঁড়ায় ৯ আন্ডার, এবং তিনি শেষ করেন নবম স্থানে।
এদিকে প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে ক্যানসাসের লুন্ডেন এসটারলাইন, যিনি ২০২৭ সালে অবার্ন ইউনিভার্সিটিতে যুক্ত হচ্ছেন, জয়লাভ করেন ১৯ আন্ডার পার স্কোর করে। তিনি একটি অটোচয়েসের জায়গা নিশ্চিত করেন আসন্ন জুনিয়র রাইডার কাপের জন্য। অপর স্থানটি পান জিউসেপ পুয়েবলা, যিনি শেষ করেন ১৩ আন্ডার পার স্কোর নিয়ে।
চলতি বছরের ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নাসাউ কান্ট্রি ক্লাব ও বেথপেজ ব্ল্যাক কোর্সে অনুষ্ঠিত হবে জুনিয়র রাইডার কাপ, যেখানে যুক্তরাষ্ট্র লড়বে ইউরোপের বিপক্ষে।
যদিও টিম ইউএসএ-র কোচের হাতে থাকে একজন ক্যাপ্টেন বেছে নেওয়ার সুযোগ, তবে এজেএজে-এর সাম্প্রতিক র্যাংকিংয়ে চার্লি উডসের অবস্থান ২০তম, যা তাকে বাছাইয়ের ক্ষেত্রে পিছিয়ে দেয়। তিনি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় কখনও অংশ নেননি।
ফ্লোরিডার পাম বিচে অবস্থিত দ্য বেঞ্জামিন স্কুলের শিক্ষার্থী চার্লি উডস মে মাসে এজেজেএ’র টিম টেইলরমেড ইনভাইটেশনাল জিতে আলোচনায় আসেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত ইউএস জুনিয়র অ্যামেচার এ তিনি কাট মিস করে গেছেন।