শিরোনাম
.jpg)
দক্ষিণ আফ্রিকার দুই তারকা ব্যটার এইডেন মার্ক্রাম এবং ডেভাল্ড ব্রেভিস। ছবি: সংগৃহীত।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–এর নিলামে এবার সব আলো কাড়লেন তরুণ ব্যাটার ডেভাল্ড ব্রেভিস। ত্রিস্টান স্টাবসের রেকর্ড ভেঙে প্রিটোরিয়া ক্যাপিটালস তাকে দলে নিয়েছে অবিশ্বাস্য দামে। ১৬.৫ মিলিয়ন র্যান্ডে বিক্রি হওয়া ব্রেভিসকে পেতে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪৭ লাখ টাকা।
এতদিন এসএ২০–এর সর্বোচ্চ দামের খেলোয়াড় ছিলেন স্টাবস, যাকে ৯.২ মিলিয়ন র্যান্ডে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। কিন্তু ব্রেভিসের উত্থানের দিনে সেই রেকর্ড ইতিহাস হয়ে গেল। শুধু ব্রেভিস নন, ডারবান সুপার জায়ান্টসও ঝলমলে এক নিলাম কাটিয়েছে। তারা দলে নিয়েছে মার্করামকে, যার দাম উঠেছে ১৪ মিলিয়ন র্যান্ড বা প্রায় ৯ কোটি সাড়ে ৭৩ লাখ টাকা। একই দলে গেছেন জেরাল্ড কোয়েটজি, যার জন্য খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
জোবার্গ সুপার কিংসও পিছিয়ে থাকেনি। তারা কিনেছে প্রতিভাবান ভিয়ান মুল্ডারকে, যার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। একই দলে যোগ দিয়েছেন নান্দ্রে বার্গার, দাম উঠেছে প্রায় ৪ কোটি ৩৮ লাখে। অন্যদিকে সানরাইজার্স ইস্টার্ন কেপ এবার কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে আর অ্যানরিখ নরকিয়াকে নিয়ে নতুনভাবে সাজিয়েছে দল।
নিলামের দিন তাই শুধু দামে নয়, প্রতিযোগিতায়ও রেকর্ড ভেঙেছে একের পর এক। ব্রেভিসের চোখ ধাঁধানো মূল্য এসএ২০–কে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। মার্করাম ও মুল্ডারের মতো তারকারাও সেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন বহুগুণে। এবারের মৌসুম শুরু হওয়ার আগেই তাই সমর্থকদের মধ্যে আগ্রহ আকাশছোঁয়া।
এসএ২০ এর আজকের সর্বোচ্চ পাঁচ-
১। ডেওয়াল্ড ব্রেভিস - ১১ কোটি ৪৭ লাখ টাকা।
২। এইডেন মারক্রাম - প্রায় ৯ কোটি সাড়ে ৭৩ লাখ টাকা।
৩। ভিয়ান মাল্ডার - প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
৪। জেরাল্ড কোয়েটজি - ৫ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকা।
৫। নান্দ্রে বার্গার - প্রায় ৪ কোটি ৩৮ লাখ।
একনজরে বিভিন্ন দলের কয়েকজন খেলোয়াড়ের মূল্য-
প্রিটোরিয়া ক্যাপিটালস- ডেওয়াল্ড ব্রেভিস (১১ কোটি ৪৭ লাখ টাকা), কেশব মহারাজ (প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা), লিজাড উইলিয়ামস (প্রায় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার টাকা)।
ডারবান সুপার জায়ান্টস- কেওয়ানা মাফাকা (১ কোটি ৬০ লাখ টাকা), এইডেন মারক্রাম (প্রায় ৯ কোটি সাড়ে ৭৩ লাখ টাকা), লুঙ্গি এনগিডি (১ কোটি ৬০ লাখ টাকা), ডেভন কনওয়ে (প্রায় ২২ লাখ ৬০ হাজার টাকা), জেরাল্ড কোয়েটজি (৫ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকা)।
এমআই কেপটাউন- র্যাসি ভন ডার ডুসেন (৩ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকা)।
পার্ল রয়্যালস- ওটনিল বার্টম্যান (৩ কোটি সাড়ে ৫৪ লাখ টাকা), গুডকেশ মোটি (২৬ লাখ টাকা)।
সানরাইজার্স ইস্টার্ন কেপ- কুইন্টন ডি কক (প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা), ম্যাথু ব্রিটজকে (প্রায় ৪ কোটি ২৪ লাখ), অ্যানরিখ নরকিয়া (প্রায় ৩ কোটি ৪৮ লাখ টাকা), সেনুরান মুথুসামি (প্রায় ১ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকা)।
জোবার্গ সুপার কিংস- ভিয়ান মাল্ডার (প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা), নান্দ্রে বার্গার (প্রায় ৪ কোটি ৩৮ লাখ)।
আরও পড়ুন: