শেষ বলে জয় তুলে নিল সাকিবদের ফ্যালকন্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৩

আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৪

শেয়ার

শেষ বলে জয় তুলে নিল সাকিবদের ফ্যালকন্স
দল জিতলেও নিস্প্রভ ছিলেন সাকিব আল হাসান। ছবিঃ সংগৃহীত।

শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা! ব্রিজটাউনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে বার্বাডোজ রয়্যালসকে নাটকীয়ভাবে হারাল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। জয় নিশ্চিত হলো শেষ বলেই ২ রান তুলে দিলেন শামার স্প্রিঙ্গার।

 

শেষ ওভারে ফ্যালকনসের দরকার ছিল ১২ রান। রয়্যালসের বোলার শেরফানে রাদারফোর্ড প্রথম পাঁচ বলে ১০ রান দিলেও পঞ্চম বলেই ফেরান ইমাদ ওয়াসিমকে। সমীকরণ দাঁড়ায় শেষ বলে ২ রানের। ক্রিজে নামেন স্প্রিঙ্গার চাপ সামলে তিনি ম্যাচকে সুপার ওভারে না গড়িয়েই জয় এনে দেন ফ্যালকনসকে, ৪ উইকেটে।

 

তবে এই জয়ে বড় ভূমিকা ওপেনার আন্দ্রেয়াস গৌসের। ৫৩ বলে অপরাজিত ৮৫ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে আমির জাঙ্গু ১৪ বলে ২৩, কেভিন উইকহ্যাম ২৬ রান যোগ করেন।

 

বার্বাডোজ ইনিংসে একাই ঝলসে ওঠেন ব্রান্ডন কিং। মাত্র ৬৫ বলে অপরাজিত ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে ভরসা দিয়েছিলেন কুইন্টন ডি কক (২৭) আর রাদারফোর্ড (২৯)। নির্ধারিত ২০ ওভারে বার্বাডোজ তোলে ৪ উইকেটে ১৮৭ রান।

 

সাকিব আল হাসানের দিনটা কিন্তু ভালো যায়নি। ৩ ওভারে ৩৩ রান খরচ করেও কোনো উইকেট পাননি তিনি। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে ১৫ বলে করেন মাত্র ১২ রান। আগের ম্যাচেই ফিফটি করেছিলেন সেন্ট লুসিয়ার বিপক্ষে, কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে পারলেন না।

 

বার্বাডোজ বোলিংয়েও ধরা পড়ল হতাশা। ড্যানিয়েল স্যামস ২৯ রানে ৩ উইকেট পেলেও ইনিংসে তিন-তিনবার ফিল্ডারদের ক্যাচ ফেলে দেওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ক্রিস গ্রিন একাই চারটি আর স্যামস নিজে ফেলেন দুটি ক্যাচ।

 

অন্যদিকে ফ্যালকনস বোলার সালমান ইরশাদ ১৩ রানে নেন ২ উইকেট। সাকিবকে একসময় আক্রমণে আনা হলেও তিনি এক ওভারে ১৫ রান দিয়ে বাদ পড়েন বোলিং আক্রমণ থেকে।

 

এই জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে ফ্যালকনস, প্লে–অফে খেলার সম্ভাবনা বেশ জোরালো। বিপরীতে ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে বার্বাডোজ রয়্যালস।।

 

সংক্ষিপ্ত স্কোর

 

বার্বাডোজ রয়্যালস: ২০ ওভারে ১৮৭/৪ (কিং ৯৮*, রাদারফোর্ড ২৯, ডি কক ২৭, গ্রিন ১৬*; সালমান ২/১৩, ম্যাকয় ১/৪৬)।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস: ২০ ওভারে ১৮৮/৬ (গৌস ৮৫*, উইকহ্যাম ২৬, জাঙ্গু ২৩, ইমাদ ১৭, সাকিব ১৫; স্যামস ৩/২৯, ইথান ১/২৯, সাইমন্ডস ১/৩৭)।

ফল: ফ্যালকনস ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সালমান ইরশাদ (ফ্যালকনস)।