শিরোনাম

আইপিএল ছেড়ে এখন বিগ ব্যাশে খেলবেন অশ্বিন। ছবি: সংগৃহীত।
সম্প্রতি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এর ফলে তিনি এখন ভারতের বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য উন্মুক্ত হয়েছেন। জানা গেছে, তিনি অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে তিনিই হবেন প্রথম হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার যিনি এই টুর্নামেন্টে অংশ নেবেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ অশ্বিনের সঙ্গে বিবিএলে তার খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে অশ্বিন আইপিএল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরপরই গ্রিনবার্গ তার সঙ্গে যোগাযোগ করেন। সেই কথোপকথনে অশ্বিন জানিয়েছিলেন যে তিনি বিশ্বের বিভিন্ন লিগে 'গেম এক্সপ্লোরার' হিসেবে খেলতে আগ্রহী।
ধারণা করা হচ্ছে, আগামী গ্রীষ্মেই অশ্বিনকে বিগ ব্যাশের কোনো একটি দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর। মূলত, অশ্বিন কতগুলো ম্যাচে অংশ নিতে পারবেন এবং কোন দলের হয়ে খেলবেন, তার ওপর ভিত্তি করে সবকিছু নির্ধারিত হবে। যদিও ধারণা করা হচ্ছে, তিনি হয়তো মেলবোর্নের কোনো দলে যোগ দিতে পারেন।
গ্রিনবার্গ নিশ্চিত করেছেন যে তিনি অশ্বিনের সঙ্গে কথা বলেছেন এবং একটি চুক্তি নিয়ে কাজ করছেন। তিনি আশা করছেন, এই চুক্তি দ্রুতই বাস্তবায়িত হবে। গ্রিনবার্গ বলেন, "অশ্বিনের মতো একজন ক্রিকেটারের বিবিএলে আসাটা নানা দিক থেকে অসাধারণ হবে। তিনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, যিনি বিগ ব্যাশ এবং আমাদের ক্রিকেট গ্রীষ্মে অসাধারণ কিছু যুক্ত করবেন।"
বর্তমানে গ্রিনবার্গ বিবিএলের আটটি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের কাছে অশ্বিনের আগ্রহের কথা জানাবেন। যদিও অধিকাংশ দলই তাদের বেতন বাজেট প্রায় শেষ করে ফেলেছে, তবু ক্রিকেট অস্ট্রেলিয়া বিশেষ কোনো সমাধান খুঁজে বের করতে পারে যাতে অশ্বিনকে আনা যায়। এর আগে ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারদের প্রতি ম্যাচভিত্তিক পারিশ্রমিক দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রতিটি ম্যাচে প্রায় ৮০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পেয়েছিলেন। প্রয়োজনে অশ্বিনের ক্ষেত্রেও এমন একটি মডেল তৈরি করা হতে পারে, যেখানে ব্র্যান্ড বা এন্ডোর্সমেন্টও যুক্ত থাকবে। তবে পুরো বিষয়টি এখনো আলোচনাধীন।
আরও পড়ুন: