এসএ২০’র নিলামে লিটন-জাকেরসহ ১৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২৮

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২০

শেয়ার

এসএ২০’র নিলামে লিটন-জাকেরসহ ১৪ বাংলাদেশি
এসএ২০ লিগের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০’র আগামী আসরের নিলামে থাকছেন লিটন দাস, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক। তাঁদের সঙ্গে আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। সব মিলিয়ে ১৪ জন লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন নিলামের পুলে।

 

বাংলাদেশের বাকি ক্রিকেটাররা হলেন তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, শামিম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

তবে এবারের নিলামে আলোচনার কেন্দ্রবিন্দু ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। ৪৩ বছর বয়সী এই পেসার দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার পর এবার নাম লিখিয়েছেন এসএ২০’তে। সম্প্রতি খেলেছেন ল্যাঙ্কাশায়ারের হয়ে টি২০ ব্লাস্ট আর ম্যানচেস্টার অরিজিন্যালসের হয়ে দ্য হান্ড্রেডে। তাঁর সঙ্গে আছেন মঈন আলি, অ্যালেক্স হেলস ও টম আবেলও।

 

এবার নিলাম হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিগব্যাশের সময়সূচির কারণে অংশ নিচ্ছেন মাত্র দুজন অজি ক্রিকেটার ডি’আর্চি শর্ট ও পিটার হাতজোগ্লু। তবে ওয়েস্ট ইন্ডিজের ২৮ এবং শ্রীলঙ্কার ২৪ ক্রিকেটার আছেন তালিকায়। নেপালের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন দীপেন্দ্র সিং এইরি।

 

দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যেও চমক আছে। জাতীয় টি২০ অধিনায়ক এইডেন মার্করাম রিটেন হননি, ফলে নিলামের শীর্ষে আছেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় আছেন কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোটজি।

 

সব মিলিয়ে ২৪১ জন বিদেশি ক্রিকেটার লড়বেন মাত্র ২৫টি শূন্যস্থানের জন্য। অন্যদিকে, ৩০০ জন প্রোটিয়া খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন বাকি ৫৯টি জায়গার জন্য।

 

আর্থিক শক্তির দিক থেকে এগিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস ৩২.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার) বাজেট নিয়ে নামছে তারা। দলে আছে ১৩টি শূন্যস্থান, যার মধ্যে পাঁচটি বিদেশিদের জন্য। সবচেয়ে কম বাজেটে নিলামে যাবে এমআই কেপ টাউন ১১.৫ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ০.৬৫ মিলিয়ন ডলার)। তাদের শূন্যস্থান ১২টি, এর মধ্যে চারটি বিদেশি কোটায়।