আরব আমিরাতে খেলবেন অশ্বিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৬

শেয়ার

আরব আমিরাতে খেলবেন অশ্বিন
ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত।

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন গত বছর, বোর্ডার-গাভাস্কার সিরিজ-এর মাঝপথেই জাতীয় দলকে বিদায় জানিয়ে। এরপর মাত্র পাঁচ দিন আগে তিনি আইপিএল থেকেও অবসর নেন, কারণ তার পরিকল্পনা এবার আন্তর্জাতিক লিগের দিকে।

 

আইপিএলে সক্রিয় থাকা অবস্থায় বিদেশি লিগে খেলার ওপর ভারতীয় ক্রিকেটারদের জন্য নিষেধাজ্ঞা থাকে। অশ্বিন তাই সবচেয়ে প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানিয়েছেন। আইপিএলের শেষ আসরে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন, যেখানে ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট নিয়েছিলেন। অশ্বিনের কথায়, চেন্নাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগের পরও তার ভবিষ্যৎ নিশ্চিত না হওয়ায় অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

 

অশ্বিন আইপিএলে ২২১ ম্যাচ খেলে ১৮৭ উইকেট শিকার করেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। চেন্নাই ছাড়াও তিনি খেলেছেন রাজস্থান, পুনে, পাঞ্জাব কিংস এবং দিল্লির হয়ে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তার খেলার অভিজ্ঞতা নেই। এবার সেই অভিজ্ঞতা নেওয়ার লক্ষ্যেই তিনি বিদেশি লিগের পথ ধরেছেন।

 

অবসরের সময় অশ্বিন জানিয়েছিলেন, তিনি অন্যান্য দেশের লিগে খেলতে আগ্রহী। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি এখন ইন্টারন্যাশনাল টি২০ লিগ (আইএলটি২০)-এর আয়োজকদের সঙ্গে আলোচনা করছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এই লিগে এবার নিলামের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন হবে। অশ্বিন ক্রিকবাজকে বলেছেন, “হ্যাঁ, আয়োজকদের সঙ্গে আমার কথা হচ্ছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে কিনবে।”

 

নিলাম হবে ৩০ সেপ্টেম্বর, দুবাইয়ে, যেখানে দলগুলো খেলোয়াড় বেছে নেবে। আইএলটি২০-তে নিলামের মাধ্যমে খেলবেন অশ্বিন, তবে ইতিমধ্যেই তিনজন ভারতীয়ের নাম সেখানে উঠে গেছে, রবিন উথাপ্পা, ইউসুউ পাঠান এবং আম্বাতি রাইডু। এর মধ্যে শুধুমাত্র রাইডুই এমআই এমিরেটসের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। অশ্বিনকে যুক্ত করলে, তিনি আইএলটি২০-তে খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হবেন।