দ্য হান্ড্রেডে হ্যাটট্রিক শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:২৩

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩২

শেয়ার

দ্য হান্ড্রেডে হ্যাটট্রিক শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস
টানা তৃতীয়বারের মত দ্যা হান্ড্রেড চ্যাম্পিয়ন হল ওভাল ইনভিন্সিবলস। ছবি: সংগৃহীত।

দ্য হান্ড্রেডের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওভাল ইনভিন্সিবলস ও ট্রেন্ট রকেটস। উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাট–বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে ট্রেন্টকে ২৬ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মত শিরোপা হাতে তুলে নেয় ওভাল।

 

প্রথমে ব্যাট করতে নেমে ওভাল ইনভিন্সিবলস শুরুটা ভালো করতে পারেনি। মাত্র ৩১ রানে ওপেনার টনি মুয়েয়েকে (১০ বলে ১৫) হারিয়ে চাপে পড়ে দল। তবে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইল জ্যাকস ও জর্ডান কক্স। দ্বিতীয় উইকেটে তারা ৫৫ বলে ৮৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। কক্স বিদায় নেন ২৮ বলে ৪০ রান করে, তার উইকেটটি নেন রেহান আহমেদ।

 

এরপর স্যাম কারানের সঙ্গে ছোট্ট জুটি গড়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন জ্যাকস। শেষ পর্যন্ত মার্কাস স্টয়নিসের বলে থামার আগে খেলেন ৪১ বলে ৭২ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। কারান দ্রুত আউট হলেও শেষ পর্যন্ত নির্ধারিত ১০০ বলে পাঁচ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ওভাল। ট্রেন্টের হয়ে স্টয়নিস নেন দুটি উইকেট।

 

টার্গেট তাড়া করতে নেমে ট্রেন্ট রকেটসের শুরুটা ছিল ধীরগতির। উদ্বোধনী জুটিতে আসে ৩২ বলে ৩৬ রান। কিন্তু জো রুট (১৩ বলে ১০), রেহান আহমেদ (০) ও টম ব্যান্টন (২১ বলে ২৩) ব্যর্থ হন। নাথান সোটার একাই শিকার করেন এই তিন উইকেট। ফলে প্রথম ৩৭ বলেই ট্রেন্ট হারায় ৩৭ রানে ৩ উইকেট।

 

মাঝে ডেভিড উইলি ও মার্কাস স্টয়নিস ২১ বলে ৩৪ রানের জুটি গড়ে আশা জাগান। তবে অধিনায়ক উইলি ৮ বলে ১৪ রান করে বিদায় নিলে চাপ আবারও বাড়ে। এরপর স্টয়নিসের সঙ্গে রস হুইটলির ২০ বলে ৩৮ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ফল আসেনি। হুইটলি আউট হন ৯ বলে ১৪ রান করে।

 

স্টয়নিস শেষ পর্যন্ত একাই লড়ে যান। ৩৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকান চারটি চার ও পাঁচটি ছক্কা। তবে শেষ বলে আউট হয়ে তার লড়াই অপূর্ণ থেকে যায়। দল থামে ১৪২ রানে, শিরোপা হারাতে হয় ২৬ রানের ব্যবধানে।

 

ওভাল ইনভিন্সিবলসের হয়ে নাথান সোটার ছিলেন ম্যাচের সেরা। তার বোলিং ফিগার ২০ বলে ২৫ রান খরচায় তিন উইকেট। সাকিব মাহমুদও নিয়েছেন একটি উইকেট, দিয়েছেন মাত্র ১৫ বলে ১০ রান।