শিরোনাম

ব্যাট হাতে গতকাল জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারও ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে নেমে খেলেছেন সিপিএলে তার ক্যারিয়ারসেরা ইনিংস।
সেন্ট লুসিয়ার বিপক্ষে ২৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা ফ্যালকনসের হয়ে সিপিএলে এখন পর্যন্ত দ্রুততম অর্ধশতক। তার ব্যাটে ভর করেই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৪ রান তোলে অ্যান্টিগা। তবে সেই রানও জয় এনে দিতে যথেষ্ট হয়নি। টিম সেইফার্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৩ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায় সেন্ট লুসিয়া কিংস।
ম্যাচ শেষে হতাশা ঝরে অধিনায়ক ইমাদ ওয়াসিমের কণ্ঠে। তিনি বলেন, "ব্যাটিং খুব ভালো ছিল। আমরা কিছুদিন ধরে বড় রান তুলতে পারছিলাম না। আজকে ২০৪ করেছি, এটা যেকোনো দিনই গ্রহণ করব। সাকিব অসাধারণ ইনিংস খেলেছে, আর ফ্যাবিয়ান অ্যালেন যেটা ভালো পারে, সেটাই করেছে। তবে ফিল্ডিংই ম্যাচ জেতায়। শুরুতেই নো বল, ক্যাচ ফেলা, সুযোগ হাতছাড়া করা, এসব আমাদের খরচ হয়ে গেছে। ভালো উইকেটে টপ ব্যাটসম্যানকে সুযোগ দিলে সে ম্যাচ শেষ করে দেবে। টিম সেইফার্ট দারুণ খেলেছে, কৃতিত্ব তার প্রাপ্য।"
অ্যান্টিগার ওপেনার আমির জাঙ্গুওও সাকিবের প্রশংসায় মেতে ওঠেন। তার ভাষায়, "ওহ, সাকিব ছিল অসাধারণ। যেভাবে উইকেটে এসেই আক্রমণ শুরু করেছে, তাতে আমার কাজ অনেক সহজ হয়ে যায়।"
এই ম্যাচ জিততে না পারলেও মাঝারি মানের অবস্থানে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের তৃতীয় স্থানে।
এর আগে সিপিএলে বল হাতে দারুণ পারফর্ম করলেও, ব্যাটিংয়ে এমন ঝলক এবারই প্রথম দেখালেন সাকিব। ব্যক্তিগত সাফল্যের দিনে দলের হার অবশ্য হতাশাই বাড়িয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের জন্য।
আরও পড়ুন: