শিরোনাম

কানাডার সুপার সিক্সটি লিগ মাতাবেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।
বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির পর এবার ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে টি-টেন ফরম্যাট। এবার সেই ধারাবাহিকতায় কানাডায় চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন টুর্নামেন্ট কানাডা সুপার সিক্সটি লিগ। আগামী ৮ অক্টোবর থেকে মাঠে গড়াবে প্রতিযোগিতাটি। উদ্বোধনী আসরেই থাকছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন তিনি।
কানাডা সুপার সিক্সটি লিগে থাকছে মোট ছয়টি দল। অংশগ্রহণকারী প্রতিটি দলেই তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সাকিবের পাশাপাশি খেলবেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের ডেভিড মালান ও মঈন আলি, আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ভারতের অভিজ্ঞ লেগ স্পিনার পিয়ূষ চাওলা। ফলে কানাডার ক্রিকেটপ্রেমীদের জন্য আসরটি হবে একেবারে উৎসবের মতো।
এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছেন সাকিব। এবার নতুন ফরম্যাটেও একই দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। সাকিবের দলে রয়েছেন আরও কয়েকজন অভিজ্ঞ বিদেশি তারকা, অস্ট্রেলিয়ার জশ ব্রাউন ও নিক হবসন, ইংল্যান্ডের টম মুরস, শ্রীলঙ্কার ইসুরু উদানা, অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই এবং বাংলাদেশের জুনায়েদ সিদ্দিকী। এছাড়াও আছেন ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং ও পাডাম জোশি।
বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল), যেখানে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামছেন তিনি। এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সহ বিশ্বজুড়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। সামনেও যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। সব মিলিয়ে জাতীয় দল থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি রয়েছেন নিয়মিত ব্যস্ততাতেই।
গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর থেকে দেশে ফেরেননি সাকিব। আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও সরকারের পতনের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ছিল তাঁর সর্বশেষ আন্তর্জাতিক দায়িত্ব। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ফলে কানাডার এই নতুন লিগে তাঁর নাম অংশগ্রহণকারীদের তালিকায় দেখে ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি জাতীয় দলে ফেরার প্রশ্নও থেকে যাচ্ছে আলোচনায়।
মন্ট্রিয়েল টাইগার্স স্কোয়াড (কানাডা সুপার সিক্সটি লিগ): সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং, পাডাম জোশি।
আরও পড়ুন: