শিরোনাম

শুরুতেই প্রতিপক্ষের ওপেনারকে ফিরিয়ে সাকিবের উদযাপন। ছবি: সংগৃহীত।
এক ম্যাচ আগেই ৩ উইকেট নিয়ে নায়ক হয়েছিলেন সাকিব, তবে এবার তার নিয়ন্ত্রিত বোলিংও অ্যান্টিগাকে জেতাতে পারেনি। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার (২৮ আগস্ট) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে অবশেষে পূর্ণ ৪ ওভার বল করার সুযোগ পেলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি উইকেটও তুললেন তিনি। কিন্তু ব্যাটিং ও দলীয় পারফরম্যান্সে ব্যর্থ হয়ে হেরে গেল তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে অ্যান্টিগা সংগ্রহ করে ৭ উইকেটে ১৪৬ রান। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব, ১৪ বলে ১৩ রানেই থেমে যান তিনি। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় অ্যান্টিগা। রাকিম কর্নওয়াল ও করিমা গোর আউট হয়ে ফেরেন দলীয় রানশূন্যতেই। ওপেনার জুয়েল অ্যান্ড্রু কিছুটা প্রতিরোধ গড়েন, ৩১ বলে করেন ৪০ রান। মিডল অর্ডারে আন্দ্রেস গুস (১৪) ও সাকিব (১৩) ব্যর্থ হন। শেষদিকে ইমাদ ওয়াসিম (২৫ বলে ৩৭) ও উসামা মির (২৬ বলে ৩৪) ইনিংস গড়ে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান।
নাইট রাইডার্সদের বোলিং আক্রমণে সর্বাধিক সাফল্য আসে মোহাম্মদ আমিরের হাতে, তিনি নেন ৩ উইকেট। আকিল হোসেন ও আন্দ্রে রাসেল পান দুটি করে।
১৪৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সাকিব ফেরান ওপেনার কলিন মানরোকে। কিন্তু এরপর কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চার নম্বরে নেমে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে দ্রুত কাজ সারেন। হেলস তুলে নেন তার ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি, যা তাকে সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে দিয়েছে।
অ্যান্টিগার হয়ে সাকিব ও জেইডেন সিলস একটি করে উইকেট শিকার করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ৮ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় নাইট রাইডার্স।
পরাজয়ের পরও অ্যান্টিগা পয়েন্ট টেবিলে শীর্ষে আছে, ৭ ম্যাচে তাদের জয় ৩টি। তবে প্রতিদ্বন্দ্বীরা তুলনামূলক কম ম্যাচ খেলেছে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনবাগো ৪ ম্যাচে জিতেছে ৩টিতে।
আরও পড়ুন: