ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৮:২৮

আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ ১৮:৩১

শেয়ার

ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ছবি: সংগৃহীত। 

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। আসন্ন এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবারের আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

 

প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে সৌরভ দায়িত্ব নিলেন জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়ে। তবে ক্লাবটির সঙ্গে তার সম্পৃক্ততা নতুন নয়। মালিকানা প্রতিষ্ঠান জেএসডব্লিউ-এর ক্রিকেট পরিচালক হিসেবে তিনি কাজ করছেন গত বছর থেকেই। এর আগে এসএ টোয়েন্টির প্রথম আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। গ্রুপপর্বে টেবিলের শীর্ষে থাকার পর তারা ফাইনালে হেরে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে। কিন্তু পরবর্তী দুই আসরে প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি। টেবিলের পঞ্চম স্থানেই শেষ করে এবং উঠতে পারেনি প্লে-অফে। এবার গাঙ্গুলির হাতে কোচিংয়ের দায়িত্ব দিয়ে ভাগ্য ঘুরিয়ে দেওয়ার আশা করছে তারা।

 

ভারতের এই সাবেক তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক মাঠের বাইরেও দায়িত্বশীল ভূমিকায় ছিলেন সমান গুরুত্বপূর্ণ। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করেছেন তিনি। এরপর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দেন। তবে কিছুদিন পরই বিসিসিআইয়ের সভাপতি হতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি শেষ করেন। যেহেতু দিল্লি ক্যাপিটালসেরও যৌথ মালিক জেএসডব্লিউ, তাই গত বছর থেকে তাদের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়াটা মূলত কোচিংয়ে গাঙ্গুলির আনুষ্ঠানিক যাত্রার পূর্বপ্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে।

 

নতুন পদে সৌরভের প্রথম বড় কাজ হবে আগামী ৯ সেপ্টেম্বরের খেলোয়াড় নিলাম। সেখানে সঠিক পরিকল্পনা ও বাছাইয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলতে চান তিনি। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে নতুন মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের ভাগ্য ফেরার আশা করছে সমর্থকেরা।