তাহিরের বুড়ো হাড়ের ভেলকিতে উড়ে গেল সাকিবের অ্যান্টিগা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১২:৪৭

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১৪:২৬

শেয়ার

তাহিরের বুড়ো হাড়ের ভেলকিতে উড়ে গেল সাকিবের অ্যান্টিগা
গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের অভিজ্ঞ প্রোটিয়া বোলার ইমরান তাহির। ছবি: সংগৃহীত। 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হলো সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। অ্যান্টিগায় গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের বিপক্ষে তারা হেরেছে বিশাল ৮৩ রানে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে গায়ানা তুলেছিল ২১১ রান। জবাবে ফ্যালকনসের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে।

 

ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন গায়ানার অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহির। ৪৬ বছর বয়সী প্রোটিয়া স্পিনার দেখালেন তাঁর অভিজ্ঞতার জাদু। মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে তিনি অ্যান্টিগার ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন। এটি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

 

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। পাঁচে নামা সাকিব মাত্র ৭ বলে করেছেন ৮ রান। তাহিরের বলে উইকেটকিপারের হাতে স্টাম্পিং হয়ে ফেরেন তিনি। বল হাতে ২ ওভার বোলিং করে দেন ১৬ রান, তবে উইকেটশূন্য থেকে যান। এবারের আসরে চার ম্যাচে সাকিবের সংগ্রহ মাত্র ৩৯ রান ও ১ উইকেট, প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে।

 

অ্যান্টিগার ইনিংস শুরু হয়েছিল দুর্দান্তভাবে। টপ অর্ডারে তিন ব্যাটার দারুণ শুরু এনে দিয়েছিলেন দলকে। তিন নম্বরে নামা কারিমা গোর মাত্র ১৪ বলে ৩১ রান করেন। তাঁর আউটের সময় দলীয় সংগ্রহ ছিল ৪.৩ ওভারে ৬৬। কিন্তু এরপরই নামেন তাহির, আর শুরু হয় অ্যান্টিগার পতনের মিছিল। সাকিব, অধিনায়ক ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়, সবাই তাহিরের শিকার।

 

এর আগে ব্যাটিংয়ে নামা গায়ানার ইনিংস সাজিয়েছিলেন ওপেনার শাই হোপ ও শিমরন হেটমায়ার। হোপ খেলেছেন ৫৪ বলে ৮২ রানের ইনিংস। তাঁর সঙ্গী হেটমায়ার ছিলেন আরও বিধ্বংসী, ২৬ বলে করেছেন ৬৫ রান। শেষদিকে রোমারিও শেফার্ড ৮ বলে ২৫ রান করে ইনিংসকে ২০০ পেরিয়ে দেন।

 

অ্যান্টিগার বোলাররা ছিলেন ব্যর্থতার প্রতিচ্ছবি। বিশেষ করে শামার স্প্রিঙ্গার। আগের ম্যাচে দলের নায়ক হলেও আজ তাঁর বোলিংয়ে ঝড় বইয়ে দেয় গায়ানার ব্যাটাররা। তিনি ৪ ওভারে দেন ৬১ রান, যা অ্যান্টিগার হয়ে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।

 

এ হারের ফলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের অবস্থান আরও কঠিন হলো। এ পর্যন্ত তারা খেলেছে ৫ ম্যাচ, যার মধ্যে জয় এসেছে মাত্র ২টিতে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। অন্যদিকে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স নিজেদের ছন্দে ফিরেছে এই জয়ে।

 

সংক্ষিপ্ত স্কোর:

গায়ানা: ২১১/৩ (হোপ ৮৪, হেটমায়ার ৬৫*; ইমাদ ১/২০, সিলস ১/৩৪)

অ্যান্টিগা:  ১২৮/১০ (কারিমা ৩১, জ্যাকবস ২৬; তাহির ৫/২১, শেফার্ড ২/১৬)