লজ্জার রেকর্ডে রশিদ খানকে টপকালেন স্যাম কুক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১৬:০১

শেয়ার

লজ্জার রেকর্ডে রশিদ খানকে টপকালেন স্যাম কুক
খরুচে বোলিংয়ের নতুন ইতিহাস গড়লেন স্যাম কুক। ছবি: সংগৃহীত।

দ্য হান্ড্রেডে বৃহস্পতিবার (২১ আগস্ট) ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে ম্যাচটি স্যাম কুকের জন্য ছিল এক রোলারকোস্টার। ম্যাচ শুরুতে ট্রেন্ট রকেটসের বোলার কুক ছিলেন স্বপ্নের মতো, প্রথম ১০ বলের মধ্যে খরচ করেছেন মাত্র ৬ রান। কিন্তু এরপরই এক ঝটকায় তিনি নাম লেখালেন একটি বিব্রতকর রেকর্ডে দ্য হান্ড্রেডে ৫ বলের সেটে সর্বোচ্চ রান দিয়েছেন এই পেসার।

 

মাত্র ৫ বলের মধ্যে কুকের সেটে আসে ৩২ রান। এর আগে এই রেকর্ডটি ছিল আফগান লেগ স্পিনার রশিদ খানের দখলে, ২০২৪ আসরে ৫ বলের মধ্যে তিনি ৩০ রান খরচ করেছিলেন। কুকের বিপর্যয়ে রশিদ অবশেষে সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন।

 

ম্যাচের শুরুতে কুক ছিলেন ধারাবাহিক। প্রথম সেটে দেন কেবল একটি লেগ বাই, দ্বিতীয় সেটে মাত্র ৬ রান। ইনভিন্সিবলসের ওপেনাররা, টাওয়ান্ডা মুয়েয়ে ও উইল জ্যাকস কোনো সুবিধা নিতে পারছিলেন না। তখন ৬০ বলের মধ্যে তাদের সংগ্রহ ছিল মাত্র ৭০ রান, ২ উইকেটে।

 

কিন্তু এরপরই ম্যাচের মোড় বদলে দেন জর্ডান কক্স ও স্যাম কারান। ডেভিড উইলির সেটে ৫ বল থেকে আসে ১৯ রান। অধিনায়ক কুককে ফের আক্রমণে পাঠালেও ফল উল্টো। টানা দুটি ওয়াইডে আসে ৬ রান, পরে শর্ট বলে কারানের ছক্কা ও চার। পরের ‘নো বল’ও ছক্কায় পরিণত হয়, যা নিয়ম অনুযায়ী ৮ রান। মাত্র তিনটি বৈধ ডেলিভারিতে উঠে যায় ৩০ রান, আর রেকর্ড গড়ার জন্য এটাই যথেষ্ট ছিল।

 

টসে হেরে ব্যাট করতে নেমে ট্রেন্ট রকেটস তোলে ১৭১ রান। জো রুট ৪১ বলে ৭৬ রান করেন, জর্জ লিন্ড ৮ বলে ২৫ রান। তবে ইনভিন্সিবলসের শেষের ব্যাটিং তোলপাড় সৃষ্টি করে। কারান করেন ২৪ বলে ৫৪, কক্স অপরাজিত থাকেন ৩২ বলে ৫৮। মার্কাস স্টয়নিস যোগ করেন ৫ বলে ২৫ রান। মাত্র ২৯ বল খেলে ইনভিন্সিবলস সংগ্রহ করে ১০৩ রান, ম্যাচ শেষ হয় ১১ বল বাকি থাকতে।

 

লজ্জার রেকর্ডের দিনে বল হাতে উজ্জ্বল ছিলেন রশিদ খান। ২০ বল খেলে মাত্র ১৯ রান খরচ করেন এবং একটি উইকেট শিকার করেন। রশিদের দলের জয় আসে ছয় উইকেটে। ম্যাচসেরা হন স্যাম কারান, ২৪ বলে ৫৪ রান করে বিধ্বংসী ইনিংস খেললেও বল হাতে ছিলেন খরুচে, ২০ বলে খরচ ৪১ রান।

 

দ্য হান্ড্রেডে ৫ বলে সর্বোচ্চ রান খরচের রেকর্ড:

 

২০২৫ আসর: স্যাম কুক – ৫ বলে ৩২ রান

 

২০২৪ আসর: রশিদ খান – ৫ বলে ৩০ রান

 

২০২১ আসর: স্টিভেন ফিন – ৫ বলে ২৯ রান