টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোহাম্মদ আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১৪:১৭

শেয়ার

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোহাম্মদ আমির
মোহাম্মদ আমিরের ৪০০ উইকেট শিকারের মাইলফলক উদযাপন। ছবি: সংগৃহীত। 

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কীর্তি হিসেবে আজ (২১ আগস্ট) তিনি ছুঁলেন ৪০০ উইকেটের মাইলফলক। টি-টোয়েন্টি ইতিহাসে এই রেকর্ড আছে কেবল নয়জন বোলারের, এবং পাকিস্তানের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি, প্রথম ছিলেন ওয়াহাব রিয়াজ।

 

৩৩ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে পারফরম্যান্স করছেন। আজ (২১ আগস্ট) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ফ্যাবিয়েন অ্যালেনের উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে নিজের ৪০০ তম উইকেট পূর্ণ করলেন তিনি।

 

এই অর্জনের মাধ্যমে আমিরকে পাকিস্তানের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ওয়াহাব রিয়াজের মোট উইকেট সংখ্যা ৪১৩। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে ৬১ ইনিংসে ৭১ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া দুটি ফাইফার এবং আটবার চার উইকেট শিকার রয়েছে তার অর্জনের তালিকায়। ৪০০ উইকেট সম্পূর্ণ করতে আমিরের লেগেছে ৩৩৬ ইনিংস, যেখানে গড় বোলিংইকোনমি ৭.৫৪ এবং গড় ২২.৫৪।

 

অভিষেকের পর থেকে এই পেসারের ধারাবাহিক পারফরম্যান্স আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। প্রতিটি ইনিংসে তার ধারাবাহিকতা, নির্ভরযোগ্যতা ও চাপ সামলানোর ক্ষমতা দলের জন্য অতুলনীয় অবদান রাখে।

 

ত্রিনবাগো নাইট রাইডার্স আজকের ম্যাচে জিততে পারেনি। আগে ব্যাট করে ফ্যাবিয়েন অ্যালেন ২০ বলে ৪৫ রান ও অধিনায়ক ইমাদ ওয়াসিম ২৭ বলে ৩৯ রানের ইনিংসে দলের স্কোর গড়ে ৬ উইকেটে ১৬৭। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ১৩ বলে ৭ রান করেন।

 

জবাবে কলিন মুনরো দারুণ শুরু করেছিলেন, তবে শেষ পর্যন্ত দলের জয়ের স্বপ্ন পূরণ হয়নি। পোলার্ড ২৮ বলে ৪৩ রান করে হারের ব্যবধান কমালেও বিজয় নিশ্চিত করতে পারেনি। অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের জন্য সাকিব আল হাসানের বোলিং এবং ওবেদ ম্যাকয়ের দারুণ পারফরম্যান্স দলের জয় নিশ্চিত করেছে। শেষ অবধি ৮ রানের ব্যবধানে জয় নিশ্চিত হলো হোস্টদের।